শিথিল হচ্ছে নিয়ম, ৫০ শতাংশ যাত্রী নিয়ে ফের শুরু হবে মেট্রো পরিষেবা

0
219

নয়াদিল্লি: ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই দেশের রাজধানী দিল্লি হয়ে উঠেছিল করোনার হটস্পট। একে তো মহামারি তার উপর অক্সিজেনের সঙ্কটে নাজেহাল হয়েছিল রাজধানী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ধাপে ধাপে লকডাউন করে সেই শোচনীয় পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্বে এসেছে। লকডাউনের মেয়াদ বাড়ালেও এটাই হবে আনলকিং পরিকল্পনার দ্বিতীয় পর্যায়। এবার অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে শুরু হবে রাজধানীতে মেট্রো পরিষেবা। এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লিতে করোনা যেহারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল সেই তুলনায় বর্তমানে অনেকটাই কমেছে সংক্রমণ। রাজ্যের অর্থনীতিক দিক চাঙ্গা করার জন্য এবার লকডাউনের বিধিনিষেধে কিছুটা করে শিথিলতা আনছেন কেজরিওয়াল সরকার। তিনি জানিয়েছেন ৭ জুন থেকে দিল্লিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। সমস্ত দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য সংক্রমণ বৃদ্ধির জন্য গত ১০ মে থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। আনলকিং নিয়ে কেজরিওয়াল বলেছেন,” যদি পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকে তবে আরও শিথিলতার কথা ঘোষণা করা হবে।”

- Advertisement -

কেজরিওয়াল শনিবার জানিয়েছেন, “লকডাউন অন্যান্য কার্যক্রম আরও শিথিলতার সাথে অব্যাহত থাকবে। মার্কেট, মলগুলি জোড় ও বিজোড় সঙ্খ্যার ভিত্তিতে খোলা হবে। বেসরকারী অফিসগুলিতে ৫০% কর্মচারী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হবে। সরকারী দফতরের গ্রুপ-এ কর্মীদের ১০০%, ও গ্রুপ বি-এর ৫০% কর্মচারীর নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হবে।” দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন যে করোনার ধ্বংসাত্মক দ্বিতীয় তরঙ্গের কারণে দেশের রাজধানী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

তবে তিনি রাজ্যবাসিকে ভরসা দিয়ে জানিয়েছেন যে দিল্লি সরকার তৃতীয় ঢেউ মোকাবিলায় তৈরি। কেজরিওয়াল করোনা সংক্রান্ত তথ্য দিয়েছে জান্যেছেন, শনিবার দিল্লিতে ৪০০ টিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ও ৫০ টির মতো প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে। শহরের ইতিবাচক ঘটনার হার দাঁড়িয়েছে ০.৫ শতাংশ।