মিলখা সিং স্থিতিশীল, স্ত্রী নির্মল কাউর-এর শারীরিক অবস্থার অবনতি

0
114

নয়াদিল্লি: ভারতের কিংবদন্তি প্রাক্তন অ্যাথিলিট মিলখা সিং গতকাল অর্থাৎ ৪ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চন্ডীগড়ের এক হাসপাতালে ভরতি হয়। দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল তাই হঠাৎই বিপত্তি। বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখভালের পর এখন কিছুটা স্থিতিশীল আছেন মিলখা সিং। আইসিইউ-তেই রাখতে হয়েছিল তাঁকে। ৯১ বছর বয়সী এই কিংবদন্তিকে বর্তমানে পিজিআইএমইআর-এর তিন চিকিৎসকের একটি দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিলখা সিং স্থিতিশীল হলেও তাঁর স্ত্রী ভারতের ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক নির্মল কাউর এর অবস্থার অবনতি হয়েছে। মোহালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নির্মল কাউর। কোভিড- ১৯ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। মিলখা সিং এর বাড়ির পরিচারক প্রথমে কোভিড পজিটিভ হয়েছিলেন। এর পরই বাড়ির প্রত্যেকেরই টেস্ট করানো হয়। এরপরই মিলখা সিংয়েরই পজিটিভ রিপোর্ট এসেছিল। ডাক্তারের পরামর্শে বাড়িতেই চিকিৎসা হচ্ছিল মিলখা সিং এর।

- Advertisement -

বলা বাহুল্য, দেশের হয়ে এশিয়ান গেমসে চারবার সোনা জেতা এই কিংবদন্তি অ্যাথিলিট মিলখা সিং এর আরোগ্য কামনা করছেন সকলে। বৃহস্পতিবারই ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজুও টুইট করেছেন। তিনি লিখেছেন, “দয়া করে ভুয়া সংবাদ ছড়াবেন না এবং ভারতের গর্ব ও কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংহ জির সম্পর্কে গুজব ছড়াবেন না। তিনি স্থিতিশীল আছেন এবং তার দ্রুত সুস্থতার কামনা করুন।”