নিয়ন্ত্রণে সেরাম ইন্সটিটিউটের আগুন, নিরাপদে কোভিশিল্ড প্রোডাকশন

0
171

পুণে: বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে পুনের সেরাম ইন্সটিটিউটে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রনে এসেছে। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে রয়েছে ১২টি ইঞ্জিন। রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দমকলের চিফ অফিসার জানিয়েছেন, মনে করা হচ্ছে সেরামের ক্যাম্পসের মধ্যে কিছু মানুষ ঐ বিল্ডিংয়ের ভিতরে আটকে রয়েছেন। তিনজনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। চতুর্থজনকে উদ্ধার করার কাজ চলছে।

- Advertisement -

সেরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, “আমরা ভেতরে আটকে থাকা মানুষকে উদ্ধার করতে বেশি ফোকাস করেছি। এইমুহূর্তে অন্যকিছু নিয়ে ভাবছি না। আমাদের কর্মীদের বাঁচানোই প্রথম কাজ পরে ক্ষতির হিসেব করা হবে”।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অফিস থেকে নোটিশ জারি করে জানানো হইয়েছে, আমরা পরিস্থিতিতে টানা নজর রাখছি। তবে আগুন লাগার কারণ এখনও অবধি জানা যায়নি।

মঞ্জরি এলাকায় সেরামের ক্যাম্পাসের আয়তন ১০০ একরের বেশি। তবে আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি বিল্ডিং। তবে কোভিশিল্ড ভ্যাকসিন যেখানে প্রস্তুত হচ্ছিল তা পিম্পরি-চিঞ্চওয়াড এলাকায়। এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি নেই। যেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সেখানে কোনও ভ্যাকসিন ডোজ মজুত ছিল না বলেই জানা গিয়েছে।

দমকলের তরফে আসেপাশের বিল্ডিংকেও আগুন থেকে দূরে রাখতে সবরকম ব্যবস্থা করা হয়েছে। বিল্ডিংয়ে কাজ চলছিল যাদের বিকেল ৫টায় শিফট শেষ হওয়ার কথা ছিল।