
খাস ডেস্ক: সোমবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার কাছ থেকে ভারতের(India-Russia) জ্বালানি ক্রয় চালিয়ে যাওয়ার বিষয়ে আবারও ন্যায্য অবস্থান বজায় রাখলেন। আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পাশ্চাত্য দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে। এর মধ্যেই সেই অবস্থার সুযোগ নিয়ে ভারত তার প্রয়োজন মেটানোর জন্য রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যকে চালিয়ে গিয়েছে সে বিষয়ে আগেই কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার রাশিয়া থেকে জ্বালানি নেওয়া সম্পর্কে প্রকাশ্যে ফের মন্তব্য করলেন এস জয়শঙ্কর।
আরও পড়ুন পাকিস্তানের সন্ত্রাস নিয়ে চুপ কেন ইউরোপ, সমালোচনায় S Jaishankar
S jaishankar বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে ১৭ নভেম্বরের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া থেকে প্রচুর জীবাশ্ম জ্বালানী নিয়েছে। পরবর্তী দশটি দেশের মিলিত পরিমাণের থেকেও বেশি জীবাশ্ম জ্বালানী ইউরোপের দেশগুলি নিয়েছে বলে তিনি বলেন। ভারতের(India-Russia) তুলনায় ছয়গুণ বেশি তেল আমদানি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। যেহেতু এই দেশ গ্যাস আমদানি করে না তাই সেক্ষেত্রেও প্রচুর পরিমাণে গ্যাস আমদানি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রায় ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি, এমনটাই জানিয়েছেন S Jaishankar.
ভারতের থেকে ৫০ শতাংশ বেশি কয়লা আমদানি করা হচ্ছে। এই মর্মে তিনি বলেন, আমাদের সরকারগুলি এবং মিডিয়াগুলির মধ্যে একটু বোঝাপড়ার দরকার রয়েছে। সারা বিশ্বে শক্তি উপলব্ধ রয়েছে প্রচুর পরিমাণে। সংঘাতের একটি পরিস্থিতি তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন। তিনি এও বুঝছেন যে ইউরোপের একটি নিজস্ব দৃষ্টি রয়েছে। কিন্তু ইউরোপ তার শক্তির চাহিদা মেটাতে যদি এরকম করতে পারে তবে ভারতের থেকে অন্য কিছু কেন চাহিদা রাখা হচ্ছে! এই মর্মে তিনি বলেন, ইউরোপ ভারতের থেকেও অনেক বেশি পরিমাণে রাশিয়ার(India-Russia) থেকে আমদানি করছে।
শুধু জ্বালানি ক্রয় নয়, কেন্দ্রীয় মন্ত্রী অস্ত্রের জন্য মস্কোর উপর নয়াদিল্লির নির্ভরতার কথাও বলেছেন। পশ্চিমা দেশগুলি থেকে সরবরাহের অভাবের মধ্যে কয়েক দশক ধরে রাশিয়ান-অরিজিন অস্ত্রের ওপর ভারতের নির্ভরতা বেড়েছে। এমনটাই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, নভেম্বরে মস্কো সফরের সময়েই জয়শঙ্কর ভারত-রাশিয়া সম্পর্ক বজায় থাকার বার্তা দিয়েছিলেন।