স্বাধীনতা সংগ্রামে অবদান স্বীকার করে নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনুন, মোদীকে চিঠি শিবসেনা সাংসদের

0
26

মুম্বই: আজ ১৮ অগাস্ট। এই দিনেই নাকি বিমান দুর্ঘটনায় সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয়েছিল। এমনটাই কথিত রয়েছে। নেতাজিরর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আবেদন নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। যদিও দাবিটা নতুন নয় তবে এই কাজ দ্রুত সম্পন্ন করার দাবিই আরও একবার জানিয়েছেন প্রিয়াঙ্কা। নেতাজির অস্থিভস্ম দেশে ফিরিয়ে আনার অনুরোধ করে করেছেন বিদেশ মন্ত্রকের কাছেও।

শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, “যেহেতু আমরা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছি এবং পঞ্চপ্রাণের অংশ হিসাবে আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করার অঙ্গীকার করি, আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর কন্যা মিসেস অনিতা বোস পাফের অনুরোধের সমর্থনে আপনাকে এই চিঠিটি লিখছি। , তার শেষ দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার জন্য।” তিনি চিঠিতে আরও লিখেছেন, “আমি আপনাকে মিসেস অনিতা বোস ফাফের অনুরোধের বিষয়ে একটি নোট নেওয়ার আবেদন করছি এবং নেতাজির অস্থিভস্ম দেশে ফিরিয়ে আনার জন্য এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অদম্য অবদানকে যথাযথভাবে স্বীকার করার জন্য এই জাতীয় সমস্ত কূটনৈতিক এবং অন্যান্য ব্যবস্থা দ্রুত গ্রহণ করুন। এটি প্রকৃতপক্ষে আমাদের পূর্বপুরুষদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা হবে যারা ভারতের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন।”

- Advertisement -

আরও পড়ুন- বিচার চাইতে লখিমপুর খেরিতে কেন্দ্রের বিরুদ্ধে তিন দিনের বিক্ষোভ শুরু করল কৃষকরা

প্রিয়াঙ্কা বারে বারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রককে নেতাজির চিতাভস্ম দেশে আনার জন্য এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর “অদম্য অবদান” স্বীকার করার জন্য দ্রুত কূটনৈতিক এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। জানিয়ে রাখা ভাল ১৫ অগাস্টের দিনেই নেতাজি কন্যা অনিতা বলেছিলেন সময় এসেছে তাঁর বাবার চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার। তিনি বলেছিলেন, “যদিও তিনি (নেতাজি) স্বাধীনতার অভিজ্ঞতা লাভের জন্য বেঁচে ছিলেন না, তবে তাঁর দেহাবশেষ ভারতে ফিরিয়ে দেওয়া তাঁর জন্য একটি তৃপ্তির বিষয় হবে। বর্তমান প্রযুক্তি নানান ধরনের উন্নতমানের ডিএনএ টেস্ট করতে সমর্থ। ডিএনএ অংশ চিতাভষ্মের থেকে বিশেষ ভাবে নেওয়া যায়। যাঁরা এখনও সন্দেহ করছেন যে নেতাজির মৃত্যু ১৮ অগস্ট ১৯৪৫ সালে হয়েছে কি না, তাঁদের কাছে প্রমাণ তুলে ধরার এটা একটা সুযোগ, যে জাপানের রেনকোজি মন্দিরে তাঁর চিতাভষ্ম রয়েছে”। এর আগেও এই একই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন অনিতা।