একই মুদ্রার এপিঠ-ওপিঠ PFI-RSS ও বিশ্ব হিন্দু পরিষদ, কংগ্রেস নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক

0
26

নয়াদিল্লি: জঙ্গিদের অর্থ দিয়ে সাহায্য সহ বেশ কয়েকটি দেশ বিরোধী কাজের অভিযোগে মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র (PFI) বিরুদ্ধে দেশজুড়ে চলছে অভিযান। গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। এই অভিযানের মধ্যেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস নেতা করেছেন PFI-এর সঙ্গে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের তুলনা। PFI-এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদেরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এই তুলনাতেই শুরু হয়েছে বিতর্ক।

PFI এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-কে একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে দাবি করেছেন দিগ্বিজয় সিং। তিনি বলেছেন, “যারা ঘৃণা ও সহিংসতা ছড়ায় তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।” সেই সঙ্গেই কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, কেন আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের জন্য ইসলামিক গ্রুপ, পিএফআই-এর উপর সাম্প্রতিক অভিযানের পরেই রাজনীতিবিদের মন্তব্য সামনে এসেছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা যারা যারা দেশে সন্ত্রাস ছড়ায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সে যেই হোক। তার পরেই কংগ্রেস নেতা আরএসএস-বিশ্ব হিন্দু পরিষদ এবং পিএফআই-কে একসঙ্গে তুলনা করে বলেন ‘এক হি থালি কে চাট্টে বাট্টে।’

- Advertisement -

আরও পড়ুন- দেখা হল না ইউনেস্কোর স্বীকৃত দুর্গাপুজো, প্রয়াত কলকাতার কাউন্সিলর

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার , পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এর বিরুদ্ধে একটি বড় অভিযানে জাতীয় তদন্ত সংস্থা (NIA) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, কেরালা, কর্ণাটকের একাধিক স্থানে তল্লাশি চালায়। এই রাজ্যগুলি থেকে ১০০ জনের বেশি পিএফআই সদস্য এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন মামলায় ইডি, এনআইএ এবং রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। শুধু তাই নয় তাদের গ্রেফতারির পর সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জুলাই মাসে পাটনায় সভায় প্রধানমন্ত্রীর উপর চালানোর পরিকল্পনা করেছিল PFI, এমনটাই জানিয়েছে এক গ্রেফতার হওয়া ব্যক্তি। এমনকি এই হামলার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানেই শেষ নয় দেশের একধিক হিন্দু নেতাদের উপরেও হামলার পরিকল্পনা ছিল বলেই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে এনআইএ।