‘সার্জিক্যাল স্ট্রাইক হবে’ শাহের হুঁশিয়ারি সত্ত্বেও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ দুই জওয়ান

সোমবারেই জঙ্গি নিকেশ অভিযানে নেমে পাঁচ ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন একজন জেসিও। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নতুন করে চিন্তা বৃদ্ধি পেয়েছে মোদী সরকারের।

0
196

শ্রীনগর: বর্তমানে ভারতের ভূস্বর্গ নতুন করে অশান্ত হয়ে উঠেছে। একের পর জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা। সেনা থেকে শুরু করে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ কাউকেই বাদ দিচ্ছে না। অন্যদিকে বসে নেই ভারতীয় সুরক্ষা বাহিনি।উপত্যকায় জন্নিদের উপস্থিতি বেশি হওয়ার পর থেকেই জঙ্গি দমন অভিযানে নেমেছে। জঙ্গিদের খতম করছেই সেই সঙ্গে দেশকে সুরক্ষিত রাখতে দিচ্ছেন নিজেদের প্রাণও। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেনধর তহসিলে সন্ত্রাসবাদীর সঙ্গে সংঘর্ষে দুই ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন।

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে সঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং একজন জওয়ান রয়েছেন। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, বর্তমানে নর খাস বনে অভিযান চলছে। বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধ্যা থেকেই সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একটি জঙ্গি দমন অভিযানের সময় জঙ্গিদের কাছাকাছি এসেছিল। দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ শুরু হলে রাজৌরি-পুঞ্চ ন্যাশানাল হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোয়েন্দারা তথ্য দিয়েছে যে এলওসি দিয়ে একাধিক জঙ্গি অনুপ্রবেশ করছে এবং অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে জঙ্গি অনুপ্রবেশে মদত দিচ্ছে পাকিস্তানি সেনা। এই তথ্যের উপরে ভিত্তি করেই সেনা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছে।

- Advertisement -

উল্লেখ্য, সোমবারেই জঙ্গি নিকেশ অভিযানে নেমে পাঁচ ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন একজন জেসিও। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নতুন করে চিন্তা বৃদ্ধি পেয়েছে মোদী সরকারের। এমনকি বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে জঙ্গিবাদ নিয়ে সতর্ক করেছেন। সীমান্ত অশান্ত করার জন্য পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জঙ্গি দমনে ‘আরও সার্জিক্যাল স্ট্রাইক হবে’।

বৃহস্পতিবার গোয়ায় ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাফ জানিয়েছেন, ”পাকিস্তান যদি এভাবেই বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে, তাহলে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হবে। সীমান্তে ভারত কোনওরকম অশান্তি বরদাস্ত করবে না।” তিনি আরও বলেন, ”সেবার প্রধানমন্ত্রী মোদি এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে ভারতের সীমান্তে অশান্তি বাঁধিয়ে দিয়ে পার পাওয়া সম্ভব নয়।”