বাংলাদেশে আক্রান্ত মা দুর্গা, মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে উঠল সন্তোষ মিত্র স্কোয়্যার

0
376

খাস খবর ডেস্ক: গুগলের হিসেব বলছে, মাত্র ১২ ঘণ্টাতেই সহজে কলকাতা থেকে কুমিল্লা পৌঁছোনো যায়। পশ্চিমবঙ্গের রাজধানী থেকে বাংলাদেশের জেলাটির দুরত্ব মাত্র চারশো কিলোমিটারের কাছাকাছি। এবার সেই কুমিল্লায় দুর্গামণ্ডপে আক্রমণ ও মূর্তি ভাঙচুরের ঘটনায় পাশে দাঁড়াল কলকাতার অন্যতম বড় দুর্গোৎসব সমিতি ‘সন্তোষ মিত্র স্কোয়্যার’। পড়শি দেশের হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি হাতে সারবদ্ধ হয়ে দাঁড়ালেন পুজো উদ্যোক্তা, স্থানীয়রা।

কী ঘটেছে?
কুমিল্লায় মহাষ্টমীর দিন হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে যে, একটি পুজো মণ্ডপে পবিত্র কোরানের অবমাননা করা হয়েছে। ব্যাস এটুকুই! এই গুজব ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা, ভাঙচুর চালানো হয় মণ্ডপে, দীঘিতে ফেলে দেওয়া হয় মা দুর্গার মূর্তি। ডিজিটাল যুগে এই ঘটনার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় ভার্চুয়াল প্রতিবাদ। নেটিজেনরা ‘কুমিল্লায় আক্রান্ত মা দুর্গা’ হ্যাশট্যাগে পোস্ট করতেও শুরু করেন। ট্যুইটারে ট্রেন্ডিং হয় ‘হিন্দুস অ্যাটাকড ইন বাংলাদেশ (hindus attacked in Bangladesh)।

- Advertisement -

গর্জে উঠল সন্তোষ মিত্র স্কোয়্যার

ভার্চুয়াল প্রতিবাদকে বাস্তবের মাটিতে রূপ দিল সন্তোষ মিত্র স্কোয়্যার। কলকাতার অন্যতম বড় বাজেটের পুজোটি এবার সোচ্চারে প্রতিবাদ জানাল এই বর্বরতার। মহানবমীর সন্ধ্যায় দেখা গেল শিশুরা প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে রয়েছে। সাদা কাগজে লেখা রয়েছে, ‘নিজ ধর্ম রক্ষা করা সাম্প্রদায়িক কি?’ কোনওটিতে আবার লেখা রয়েছে, ‘বাংলাদেশি সংখ্যালঘুদের বাঁচাতে কেন্দ্র ও রাজ্যের হস্তক্ষেপ চাই।’ পেছনে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পুজো উদ্যোক্তারা, প্রত্যেকের হাতে জ্বলছে মোমবাতি।

বলাই বাহুল্য, নেটিজেনদের নড়েচড়ে বসতে বাধ্য করেছে সন্তোষ মিত্র স্কোয়্যারের এই ঘটনা। যেখানে হাতেগোনা ক’জন বাদে কোনও সেলিব্রিটি-ই মুখ খোলেননি এই বিষয়ে। সেখানে পুজো উদ্যোক্তা হিসেবে তাঁদের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন নেট নাগরিকরা। অনেকে আবার শিশুদের প্ল্যাকার্ড হাতে ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই প্রশ্নের উত্তর বড়দের কাছে নেই।