লাইভ: প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে পা দিলেন ট্রাম্প

0
180

আমেদাবাদ: প্রতীক্ষার অবসান হল। ভারতের বুকে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা। ভারতীয় সময় ১১:৩৭ নাগাদ আমেদাবাদের এয়ারপোর্টের মাটি ছুঁল ট্রাম্পের বিশেষ বিমান। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রমনীকলাল রূপানী।

ভারতের মাটিতে পা দেওয়ার আগে ট্রাম্প বিমান থেকেই ভারতবাসীর উদ্দেশ্যে হিন্দিতে টুইট করেন। টুইটে তিনি লেখেন, “আমরা ভারতে আসার অপেক্ষায় রয়েছি। আমরা পথে, আমরা কয়েক ঘন্টার মধ্যে সবার সাথে দেখা করব!”

- Advertisement -

ট্রাম্প পৌঁছানোর ঘন্টা খানেক আগেই বিমানবন্দরে পৌঁছে যান নরেন্দ্র মোদী ও গুজরাতের মুখ্যমন্ত্রী। পুরো আমেদাবাদ সেজে উঠেছে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে। সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে আমদাবাদ পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা গত কয়েক দিনে সেজে উঠেছে। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এই দীর্ঘ পথে নজিরবিহীন ব্যবস্থা করা হয়েছে। থাকছে নাচ-গান এবং ‘রোড শো’-এর ব্যবস্থা। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আমদাবাদ শহরটিকে। ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকছে মার্কিন সিক্রেট সার্ভিস, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)।

  • গুজরাতের সমস্ত সংস্কৃতি উঠে এসেছে আজ সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে।
  • কাঁটায় কাঁটায় ১১ঃ৫৬ নাগাদ বিমানবন্দরে পা দিলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প।
  • ঢাকঢোল, মাদল বাজিয়ে সুরের তালে ট্রাম্পকে স্বাগত জানাল ভারত।

  • ১২ টা নাগাদ বিশেষ গাড়িতে চেপে মোতেরা স্টেডিয়ামের দিকে রওনা দিলেন সস্ত্রীক ট্রাম্প। তাঁর সঙ্গে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রমনীকলাল রূপানী ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
  • দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোতেরা স্টেডিয়ামে পৌঁছাবেন এই দীর্ঘ কনভয়।
  • মোতেরা স্টেডিয়ামে পৌঁছানোর আগে প্রথমেই সবরমতি আশ্রমে যাবেন ট্রাম্প।
  • সারা পথ জুড়ে অসংখ্য ভারতীয় দুই দেশের পতাকা হাতে অভিবাদন জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টকে।
  • ১২ঃ২৮ নাগাদ সবরমতি আশ্রমে পৌঁছালেন ট্রাম্প।
  • এখানে উত্তরীয় পড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী।
  • সবরমতি আশ্রমে গান্ধিজির ছবিতে মাল্যদান করলেন ট্রাম্প ও মোদী। তারপর সস্ত্রীক ট্রাম্পকে পুরো আশ্রম ঘুরিয়ে দেখান। পাশাপাশি দুজনেই চরকা ঘোরালেন তাঁরা।

  • সবরমতি আশ্রম থেকে মোতেরা স্টেডিয়ামের দিকে যাত্রা শুরু করল ট্রাম্পের কনভয়। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দীর্ঘ প্রতীক্ষিত অনুষ্ঠান ‘নমস্তে ট্রাম্প’।
  • মোতেরা স্টেডিয়াম আজ লাখ খানেক মানুষ ভিড় করেছেন। স্টেডিয়ামে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও অন্যানরা।
  • মোতেরাতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে পৌঁছাল ট্রাম্পের কনভয়। ঠিক বেলা ১ঃ২০ নাগাদ এই ঐতিহাসিক স্টেডিয়ামে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। সমস্ত বয়েসের ও সমস্ত পেশার মানুষ ভিড় করেছে এই স্টেডিয়ামে। এইখানে ট্রাম্পকে স্বাগত জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

  • মোতেরাতে ট্রাম্পকে উষ্ম অভিবাদন জানালেন মোদী। দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হল ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান। প্রথমেই মোদী ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে স্বাগত জানালেন।
  •  এই অনুষ্ঠানে মোদী বলেন, “আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে বড় ও ভাল। পাঁচ মাস আগে  আমেরিকাতে ‘হাউডি মোদী’ নামে এক অনুষ্ঠানে আমাকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প।” পাশাপাশি ট্রাম্প কন্যা ইভেঙ্কাকে দ্বিতীয়বার ভারতে আসার জন্য ধন্যবাদ জানালেন মোদী। ১৩০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ট্রাম্পকে স্বাগত জানান মোদী।
  • ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে প্রথমেই ‘নমস্তে ইন্ডিয়া’ দিয়ে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “মোদী আমার বন্ধু। মোদী জামানায় দেশ খুব উন্নতি করেছে। গত দশ বছরে দেশের দারিদ্রতার মাত্রা অনেক কমে গেছে। দ্রুত উন্নত দেশের তকমার দিকে এগিয়ে যাচ্ছে ভারত। ভারত সংস্কৃতির দেশ।” এদিনের বক্তব্যে উঠে আসে স্বামী বিবেকান্দ, মহাত্মা গান্ধী ও সর্দার বল্লবভাই প্যাটেলের প্রসঙ্গ। পাশাপাশি তিনি বলিউড ও ভারতীয় ক্রিকেটের কথা বলেন।
  • এদিন ট্রাম্প আবারও মনে করিয়ে দিলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠতে হবে। আমাদের স্বপ্ন হবে সন্ত্রাসমুক্ত পৃথিবীর।
  • পাশাপাশি এদিন ট্রাম্প ভারতের বেকারত্ব ও অর্থনৈতিক পরিস্থিতির কথাও বলেন।
  • ভবিষ্যতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এক অন্য পর্যায়ে পৌঁছাবে। শেষে ধন্যবাদ দিতে উঠে আরও একবার আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক তুলে ধরেন। পাশাপাশি ভারতের বর্তমান পরিস্থিতি ও প্রকল্পগুলোও তুলে ধরেন ট্রাম্পের সামনে। ট্রাম্প যে সন্ত্রাসবাদ মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন তা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন মোদী।
  • মোতেরা স্টেডিয়ামের ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
  • সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে আগ্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রাম্পের বিমান। সেখানে নেমে তিনি সোজা চলে যাবেন তাজমহল দর্শনে। প্রায় ঘণ্টা খানেক সপরিবারে তাজমহল ঘুরে দেখবেন ট্রাম্প। আগ্রায় তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপরিবারে পৌঁছে গেলেন আগ্রা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • আগ্রা বিমানবন্দর থেকে তাজমহলে পৌঁছে গেল ট্রাম্পের কনভয়। সপরিবারে তাজমহল দর্শন করে পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে।