মাদক দ্রব্য পাচারের সময় পুলিশের জালে তৃণমূল পঞ্চায়েত প্রধান

0
172

মালদহ: অবৈধভাবে মাদক ট্যাবলেট কারবারের সঙ্গে এবার নাম জড়াল তৃণমূল পঞ্চায়েতের প্রধান৷ তাকে গ্রেফতার করে এসটিএফ৷ ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার শহরে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই তৃণমূল পঞ্চায়েত প্রধানের নাম আমিরুদ্দিন শেখ৷ তিনি কালিয়াচক ১ নং পঞ্চায়েতের প্রধান৷ পঞ্চায়েত কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা৷ তাকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে আসা হয়৷

- Advertisement -

কোটি টাকা মূল্যের মাদক ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ এই ঘটনার সঙ্গে আর কেউ বা কারা যুক্ত আছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ৷

পুলিশের এক কর্তা জানান, অভিযুক্ত তৃণমূল প্রধান আমিরুদ্দিনের সঙ্গে মণিপুরের কারবারীদের সঙ্গে যোগ রয়েছে৷ তিনি মণিপুর থেকে ওই মাদক ট্যাবলেট কিনে মালদহ ও দক্ষিণ দিনাজপুরের সীমান্ত দিয়ে নিয়ে আসত৷ তারপর সেগুলিকে বিভিন্ন দেশে পাচার করত৷ বাংলাদেশে এক একটা ট্যাবলেটের দাম ১০০ টাকা৷

গত বছর নভেম্বর মাসে মালদহের একটি হোটেল থেকে কোটি টাকা মূল্যের মাদক ট্যাবলেট উদ্ধার করেছিল পুলিশ৷ সেই একই ঘটনাতেই তৃণমূল পঞ্চায়েত প্রধান আমিরুদ্দিন শেখকে গ্রেফতার করে এসটিএফ৷ ঘটনার পর থেকে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে মালদহে৷ শাসক দলকে দুষছে বিরোধী দল৷