নীতা আম্বানির সঙ্গে মোদীর ‘ভুয়ো’ ছবি পোস্ট, বির্তকে প্রসার ভারতীর প্রাক্তন সিইও

ছবিতে দেখা যাচ্ছে, নীতা আম্বানির সামনে হাতজোড় করে মাথা নত করে আছেন মোদী৷ ছবিটি পোস্ট করেছেন প্রসার ভারতীয় প্রাক্তন সিইও জওহর সরকার৷

0
268

নয়াদিল্লি: রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবিকে কেন্দ্রকে করে হঠাৎ শুরু হয়েছে বিতর্ক৷ ছবিতে দেখা যাচ্ছে, নীতা আম্বানির সামনে হাতজোড় করে মাথা নত করে আছেন মোদী৷ ছবিটি পোস্ট করেছেন প্রসার ভারতীয় প্রাক্তন সিইও জওহর সরকার৷ যিনি নরেন্দ্র মোদীর প্রবল সমালোচক৷ এদিকে একাধিক মহলের দাবিটি, ছবিটি ভুয়ো৷ ওই মহিলা আদৌ নীতা আম্বানি নন৷ অন্য এক মহিলাকে সম্মান জানাতে তাঁকে প্রণাম করছিলেন মোদী৷ সেখানে মুকেশ জায়ার মুখ বসানো হয়েছে৷

সোশ্যাল মিডিয়ায় এখন ভুয়ো পোস্টেরই ছড়াছড়ি৷ ব্যবহারকারীরা অনেকক্ষেত্রে যাচাই না করেই এই ধরনের ভুয়ো পোস্ট শেয়ার করেন৷ কিন্তু এক্ষেত্রে আলোচিত ব্যক্তি কোনও সাধারণ মানুষ নন৷ তিনি প্রাক্তন আইএএস অফিসার৷ একসময় প্রসার ভারতীয় সিইও ছিলেন৷ তাই সমালোচকদের কথায়, সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট করার সময় তাঁদের আরও যত্নশীল হওয়া দরকার৷ যদিও জওহর সরকারের পোস্ট করা ছবিটি ভুয়ো কিনা তা যাচাই করেনি খাস খবর৷

- Advertisement -

জওহর সরকারের পোস্ট করা ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, এটি বেশ পুরনো ছবি৷ বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে, ছবিটি ২০১৫ সালে তোলা৷ দিল্লিতে দিব্য জ্যোতি কালচারাল অর্গানাইজেশন নামে এক এনজিও-র সিইও দীপিকা মণ্ডলকে প্রণাম করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সময় ছবিটি তোলা৷ এদিকে ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেটি সরিয়ে নেন জওহর সরকার৷ কিন্তু মোদী বিরোধিতার পথ থেকে সরে আসেননি৷ আম্বানিদের সঙ্গে মোদীর ঘনিষ্ঠতা বোঝাতে আরও একটি ছবি পোস্ট করেন তিনি৷ সঙ্গে লেখেন, আগের ছবি ভুয়ো হলেও আম্বানীদের সঙ্গে মোদীর গভীর বন্ধন নকল নয়৷