কাশ্মীরে ড্রোন হামলার পিছনে রয়েছে লস্কর গোষ্ঠীর যোগ: ডিজিপি দিলবাগ সিং

0
24

শ্রীনগর: কাশ্মীরে ফের নতুন করে মাথা চাড়া দিচ্ছি সন্ত্রাসবাদ। গত এক মাস ধরে ঘটে যাওয়া ঘটনা থেকে স্পষ্ট যে উপত্যকায় বড় ধরনের সন্ত্রাসবাদি হামলা চালানোর চেষ্টা করছে জঙ্গিরা। তবে এবার সশরীরে নয় হামলা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোনের। এই ড্রোন হামলার পিছনে লস্কর জঙ্গিগোষ্ঠীর যোগ হয়েছে বলেই জানিয়েছেন কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং।

জম্মু অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত এবং সামরিক দেশের কাছে ড্রোনের উপস্থিতি নজরে আসার পর থেকেই বিশেষ সর্তকতা অবলম্বন করেছে ভারতীয় সুরক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে নজরদারি সেইসঙ্গে বসানো হয়েছে ড্রন শনাক্তকারী রাডার। সোমবার কাশ্মীর পুলিশের মহাপরিচালক ডিজিপি দিলবাগ সিং কাশ্মীরে এই সন্ত্রাসবাদি হামলায় ড্রোনের ব্যবহার এর পিছনে রয়েছে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা।

- Advertisement -

আরও পড়ুন- সেনা-তালিবান সংঘর্ষের মধ্যে ভারত সফরে আসছেন আফগান সেনাপ্রধান

জম্মু পুলিশ সদর দফতরে একটি উচ্চ-স্তরের যৌথ সুরক্ষা বৈঠকের সভাপতিত্বে তিনি বলেছেন, “এলওসি এবং আন্তর্জাতিক সীমান্তে ড্রোন দিয়ে বেশিরভাগ অস্ত্র পাচারে লস্করের ভূমিকা প্রতিষ্ঠিত হয়েছে।” কাশ্মীরে সেনা কর্তাদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ডিজিপি বলেছেন যে, সমস্ত সন্দেহজনক উপাদান ও তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে তদারকি করা উচিত।

 দিলবাগ সিং অফিসারদেরকে মাদক পাচার রোধে ব্যবস্থাগুলির দিকে বিশেষ নজর দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। কারণ এই মাদক পাচার থেকে উপার্জিত অর্থ জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী দলগুলিকে সন্ত্রাসবাদের মদত দেওয়ার পিছনে আর্থিক তহবিল হিসাবে ব্যবহার করা হচ্ছে।