প্রধানমন্ত্রী মোদীর হাতে নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0
147

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের উদ্বোধন কে করবেন তাই নিয়ে জলঘোলা কম হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিজেপি বিরোধীদলগুলি প্রবল বিরোধীতা করেছে। এমনকি ২০টি রাজনৈতিক দল রবিবারের অনুষ্ঠানের যোগ দেয়নি। কেন দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান অর্থাৎ রাষ্ট্রপতিকে দিয়ে  নতুন সংসদ ভবনের উদ্বোধন করানো হবে না এই প্রশ্নই তুলেছিল। যাবতীয় চর্চা মধ্যে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি। যাকে ঘিরে এত আলোচনা সেই দ্রৌপদী মুর্মু নিজের জানিয়েছেন এই প্রসঙ্গে তাঁর মন্তব্য।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন বলেছেন তিনি ” অত্যন্ত সন্তুষ্ট” যে এই ভবনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। এর পরেই তিনি বলেছেন প্রধানমন্ত্রী  “সংসদের আস্থার প্রতীক”। রাষ্ট্রপতি, যিনি রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তবে তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন যা লোকসভা কক্ষের অভ্যন্তরে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ পড়ে শোনান । রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, “আমি গভীরভাবে সন্তুষ্ট যে প্রধানমন্ত্রী নতুন সংসদের উদ্বোধন করছেন, যিনি সংসদে আস্থার প্রতীক।” এখানেই শেষ নয় তিনি আরও বলেছেন,  সংসদ দেশের জন্য একটি পথনির্দেশক আলো এবং নতুন ভবন “আমাদের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক”।

- Advertisement -

আরও পড়ুন: SUV সঙ্গে পিক-আপ ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ৭ জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, আহত ৬

রাষ্ট্রপতি আরও বলেছেন, নতুন সংসদ ভবন উদ্বোধনের মহান উপলক্ষটি দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।” রাষ্ট্রপতি বলেন, নতুন সংসদ ভবন জনগণের মধ্যে জাতীয় গর্ব ও ঐক্যের চেতনাকে শক্তিশালী করবে। তাঁর কথায়, “আজাদী কা অমৃত মহোৎসবের সময় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আমাদের গণতান্ত্রিক ঐতিহ্যের সুরক্ষা এবং সম্প্রসারণের প্রতি আমাদের অঙ্গীকারের জীবন্ত প্রমাণ। আমাদের সম্মিলিত চেতনায় সংসদের একটি বিশেষ স্থান রয়েছে। সংসদও আমাদের সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্যের বাতিঘর।” তিনি আরও বলেছেন, “একটি গণতান্ত্রিক বক্তৃতার প্রতি শ্রদ্ধা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মূল সারমর্ম, যার ভিত্তিতে সুস্থ বিতর্ক, অর্থপূর্ণ সংলাপ এবং ভাব বিনিময়ের ব্যবস্থা শতাব্দী ধরে বিকাশ লাভ করেছে।” যারা এই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন রাষ্ট্রপতি তাঁদের প্রশংসা করে  বলেন, তাদের প্রচেষ্টা দেশের মানুষের মনে ও হৃদয়ে গেঁথে থাকবে। রাষ্ট্রপতি  তাঁর বার্তায় বলেন, “আমার শুভকামনা যে নতুন সংসদ ভবন ভারতের গণতন্ত্রের সমৃদ্ধ ঐতিহ্য এবং আদর্শের জন্য নতুন মাপকাঠি স্থাপন করে।”