নয়া আতঙ্ক: ভারতে প্রথম দেখা মিলল ‘গ্রিন ফাঙ্গাস’-এর, আক্রান্ত এক

0
41

ভূপাল: ২০২০ সাল থেকে অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বিশ্ব সহ ভারত। করোনা কাঁটার আঘাতের উপরেই খাঁড়ার ঘা দিয়ে হাজির হয়েছিল ব্ল্যাক, হোয়াইট, ইয়োলো ফাঙ্গাস। সব মিলিয়ে প্রতিটা মুহূর্তেই আতঙ্কে কাটাচ্ছে সমগ্র দেশবাসী। মৃত্যুভয়ের চিন্তাকে আরও বাড়িয়ে করোনা, ব্ল্যাক, হোয়াইট, ইয়োলো ফাঙ্গাসের দোসর হয়ে এবার হাজির গ্রিন ফাঙ্গাস। মধ্যপ্রদেশে এক ব্যক্তির শরীরে এই নয়া ভাইরাসের খোঁজ মিলেছে।

মধ্যপ্রদেশের ইন্দোরে সবুজ ছত্রাকের সংক্রমণে আক্রান্ত ব্যক্তিকে এয়ার অ্যাম্বুলেন্সে চিকিত্সার জন্য মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন একজন প্রবীণ চিকিৎসক শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের চেষ্ট ডিজিজ বিভাগের প্রধান রবি দোশী বজানিয়েছেন, মারণ ভাইরাস করোনার হাত থেকে সুস্থ হয়ে ওঠা ওই ব্যক্তিটি আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন।

- Advertisement -

নাক দিয়ে রক্ত পড়া, অত্যধিক দুর্বলতা এবং ওজন কমতে থাকা চিকিৎসকরা মনে করেছিলেন তিনি ব্ল্যাক ফাঙ্গাসের শিকার হয়েছেন। কিন্তু পরে পরীক্ষা করে দেখা গিয়েছে ব্ল্যাক নয় ওই ব্যক্তির শরীরে বাসা বেঁধেছে গ্রিন ফাঙ্গাস। ওই ব্যক্তি দু’মাস আগে ফুসফুসে প্রায় ১০০ শতাংশ করোনার সংক্রমণ নিয়ে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং প্রায় এক মাস ধরে আইসিইউতে ছিলেন।

এই গ্রিন ফাঙ্গাসের খবর প্রকাশ্যে আসতেই মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে কয়েকগুণ। চিকিৎসার পরিভাষায় এই গ্রিন ফাঙ্গাসের নাম অ্যাসপারগিলোসিস। নতুন এই ছত্রাকের চরিত্র নিয়েই শুরু হয়েছে গবেষণা। এই নতুন ছত্রাকের সংক্রমণের প্রকৃতি অন্যান্য রোগীদের চেয়ে আলাদা কিনা সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেই জানানো হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন এই ছত্রাক মূলত সাইনাস, রক্ত এবং ফুসফুসে থাবার বসাচ্ছে। চিকিত্সকরা আরও জানিয়েছেন যে, ‘গ্রিন ফাঙ্গাস’ এর ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে আলাদা। ওই ব্যক্তি হলেন ভারতে প্রথম যিনি ‘গ্রিন ফাঙ্গাসে’ আক্রান্ত হলেন।