উপচে পড়া নোংরা পরিষ্কার করতে ড্রেনে ঝাঁপ কাউন্সিলরের, তারপরেই করলেন দুধে স্নান

0
31

নয়াদিল্লি: দিলির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির প্রতীক হল। তা সর্বদা পরিষ্কার পরিচ্ছন করাকেই বোঝায় বলেই উল্লেখ করা হয়। তবে এবার রাজধানীতে দেখা গেল এক চমকপ্রদ ঘটনা। পৌরসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক বিরোধের মধ্যেই দিল্লির ক্ষমতাসীন আপের একজন কাউন্সিলর মঙ্গলবার বিজেপি-নেতৃত্বাধীন নাগরিক সংস্থার কাছে একটি নাটকীয় অবস্থানের তৈরি করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আপ কাউন্সিলরকে একটি উপচে পড়া নর্দমা ড্রেনে ঝাঁপ দিতে পরিষ্কার করার জন্য। তারপরের কাজ সকলের আরও নজর কেড়েছে।

পূর্ব দিল্লির AAP কাউন্সিলর হাসিব-উল-হাসান, শাস্ত্রী পার্কের একটি উপচে পড়া নর্দমা ড্রেনে ঝাঁপ দেন সেটি পরিষ্কার করতে। সেলফোনের তোলা ভিডিওতে দেখা গিয়েছে কুর্তা পরে তাঁকে বুক পর্যন্ত ড্রেনে দাঁড়িয়ে ভাসমান নোংরা সরাতে। একই সঙ্গে ভিডিওতে দেখা গিয়েছে তাঁর সহকারীদের ড্রেন পরিষ্কাররে অন্যান্য যন্ত্রপাতি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে। সোশ্যাল মিডিয়াতে যা দেখে চর্চা শুরু হয়েছে তা হল ড্রেন পরিষ্কারের পর হাসানের সমর্থকরা তাঁকে দুধে স্নান করিয়েছেন অনেকটা বলিউড ব্লকবাস্টার নায়ক তথা অভিনেতা অনিল কাপুরের স্টাইলে। দুধ স্নানের ভিডিওগুলিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- যুবতীর রহস্যমৃত্যু, রেললাইনে উদ্ধার দেহ, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

এই প্রসঙ্গে AAP-এর মনোনীত কাউন্সিলর, হাসান পরে বলেছিলেন যে ড্রেনটি উপচে পড়েছিল এবং বারবার কর্মকর্তাদের কাছে অভিযোগ করা হলেও বিজেপি কাউন্সিলর এবং স্থানীয় বিধায়ক সাহায্য করেননি। তাই তিনি বিষয়গুলো নিজের হাতে পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। এমনকি পূর্ব দিল্লির গান্ধী নগর বিধানসভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জানিয়ে রাখা ভাল ওই এলাকার স্থানীয় বিধায়ক হলেন বিজেপির সদস্য অনিল কুমার বাজপেয়ী।