‘পাঞ্জাবে নৈরাজ্য ও জঙ্গলরাজ’ চালাচ্ছে AAP সরকার, জোড়াল আক্রমণ রাজ্যের প্রাক্তন কংগ্রেস প্রধান সিধুর

0
26

চণ্ডীগড়: সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে পাঞ্জাব থেকে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করেছে আম আদমি পার্টি। ক্ষমতা দখল করে সরকার গঠনের পর থেকেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে নবনির্বাচিত ভগবন্ত মানের সরকার। পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু সোমবার পাঞ্জাবে “অরাজকতা” এবং “জঙ্গলরাজ” প্রকাশের জন্য আম আদমি পার্টিকে আক্রমণ করেছেন।

যে রাজনীতিবিদ পাঞ্জাব নির্বাচনে আপের বিজয়ের জন্য অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দলের প্রশংসা করেছিলেন তিনি এবার কটাক্ষ করেছেন। পাঞ্জাবের বর্তমান শাসকদলকে নিশানা করে বলেছেন, “আমি পাঞ্জাবে এমন অরাজকতা দেখিনি। আইনশৃঙ্খলার ভয়ে কেউ নেই। এটা জঙ্গলরাজ। প্রকাশ্য দিবালোকে ঠান্ডা মাথায় খুন করা হচ্ছে।” সাংবাদিকদের সামনে সিধু বলেছেন, “রাজ্যে আইন-শৃঙ্খলা এবং শান্তি ছাড়া অন্য কোন অগ্রাধিকার থাকা উচিত নয়।” বলা ভাল, ভগবন্ত মান সরকার পাঞ্জাবে তার মেয়াদ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ফ্রন্টে বিরোধী দলগুলির রোষের সম্মুখীন হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- আধার কার্ডে এই নাম থাকায় শিশুকন্যকে ভর্তি নিতে অস্বীকার করল সরকারি স্কুল

উল্লেখ্য, নবনির্বাচিত পাঞ্জাব মন্ত্রিসভা শুক্রবার বিধানসভার একটি বিশেষ অধিবেশন আহ্বান করেছে এবং চণ্ডীগড়কে অবিলম্বে পাঞ্জাবে স্থানান্তরের দাবিতে একটি প্রস্তাব উত্থাপন করে এগিয়ে চলেছে। AAP সরকার তার এই সিদ্ধান্ত জানানো পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলির বিরধিতার মুখে পড়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রবিবার বলেছেন যে আম আদমি পার্টির নেতৃত্বাধীন পাঞ্জাব সরকার কর্তৃক গৃহীত একটি প্রস্তাব তাঁদের ‘দ্বৈত মান’ প্রকাশ করেছে এবং এটি “অন্য কারো নির্দেশে” করা হয়েছিল। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ শনিবার পাঞ্জাবের আপ সরকারকে একটি “বাচ্চা (শিশুদের) দল” বলে অভিহিত করে দাবি করেছেন তাঁদের “সমস্যার সম্পূর্ণ জ্ঞান” নেই। এটা বলার অপেক্ষা রাখে না যে নতুন সরকার হলেও বিরোধীরা তাঁদের কাজ নিয়েই সুরু থেকে শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।