প্রধানমন্ত্রীত্বের শখ মিটে গিয়েছে ইমরান খানের, নিজেই মনোনীত করলেন উত্তরসূরীকে

0
24

খাস খবর ডেস্ক: রবিবার রাতেই পাকিস্তানের সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি আরিফ আলভি। ফলে এখনই বিদায় নিতে হচ্ছে না ইমরান খান সরকারকে। নতুন সরকার গঠনের আগে একটি অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার কাজ চালাবে। যার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ইমরান খানের-ই বেশি।

আরও পড়ুন: অর্থনৈতিক সংকটের দায়ে বহিষ্কৃত শ্রীলঙ্কার অর্থমন্ত্রী

- Advertisement -

কিন্তু আচমকাই বেঁকে বসেছেন ইমরান। তিনি আর প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকতে চান না। শুধু তাই নয়। নিজের উত্তরসূরী মনোনীত-ও করে ফেলেছেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান মনোনীত করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদকে।

পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরী ইমরান খানের তরফে এই ঘোষণা করেছেন। সোমবার এই ঘোষণাকালে তিনি বলেন, “পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। জানা যাচ্ছে, ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের সুপারিশ চেয়ে সরকার এবং বিরোধী দলের নেতাকে চিঠি দেন।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

দুই নেতাকে তিনদিনের মধ্যে একমত হয়ে একটি নাম সুপারিশ করতে হবে। যদি তাঁরা শেষ অবধি একমত হতে না পারেন, সেক্ষেত্রে দুই নেতা দুটি করে নাম দায়িত্বপ্রাপ্ত পার্লামেন্টারি কমিটিতে পাঠাবেন। সেখান থেকে একজনকে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হবে।