প্রধানমন্ত্রী মোদীর বিজেপি সরকাররে আট বছরে কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করল কংগ্রেস

0
103
Narendra Modi

নয়াদিল্লি: ২০১৪ সালের ২৬ মে অর্থাৎ আজকের দিনের দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বিজেপি সরকারের আট বছর পূর্ণ হয়েছে। দেশ শাসনের এই সাফল্যকে বিজেপি যখন ভারতজুড়ে বড় করে পালন করার পরিকল্পনা করছে তখনই কংগ্রেস বৃহস্পতিবার নরেন্দ্র মোদী সরকারের অষ্টম বার্ষিকীতে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় ​মাকেন এবং রণদীপ সুরজেওয়ালা দিল্লিতে মোদী সরকারের রিপোর্ট কার্ড পেশ করতে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন।

‘৮ সাল ৮ চাল, ভাজপা সরকার বিফল’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে অজয় ​মাকেন বলেছেন, মোদী সরকারের আট বছরে দেশে প্রায় ১০ হাজার ধর্মীয় দাঙ্গা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেছেন,” সবাই জানে যেখানেই ধর্মের কারণে সহিংসতা বা দাঙ্গা হয়েছে বিজেপি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। এটি বিজেপির এজেন্ডা।” অন্যদিকে বিজেপির আট বছরের কাজের কথা উল্লেখ করে সুরজেওয়ালা বলেছেন, “একের পর এক, বিজেপির বিপর্যয়মূলক নীতিগুলি ভারতীয় অর্থনীতির মারাত্মক পতনে অবদান রেখেছিল। একসময় যা দ্রুত বর্ধনশীল অর্থনীতি ছিল, তা এখন বিজেপির ৮ বছরের অপশাসনের জন্য অশান্তির মধ্যে রয়েছে।” সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) যোগাযোগ বিভাগ কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতা এবং সরকারের সামগ্রিক কর্মক্ষমতা তালিকাভুক্ত করে রিপোর্ট কার্ড তৈরি করেছে।

- Advertisement -

আরও পড়ুন- শুভেন্দুর খাসতালুকে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

কংগ্রেসের তৈরি করা কার্ডটিতে অর্থনীতি, বিদেশনীতি, মুদ্রাস্ফীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো ঘটনায় সরকারের অবস্থান নিয়ে মূল্যায়ন করা হয়েছে। কংগ্রেস অফিসের সূত্রে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, “বেকারত্ব বেশি এবং ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে যখন মুদ্রাস্ফীতি বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৃদ্ধি পাচ্ছে, পেট্রোল-ডিজেলের দাম ঐতিহাসিক ভাবে বেশি এবং ডলারের বিপরীতে টাকার দাম ঐতিহাসিক ভাবে নিম্ন, বৈদেশিক রিজার্ভও হ্রাস পাচ্ছে তাই দেশটি অর্থনৈতিক সংকটে ভুগছে।” মারণ ভাইরাস করোনার মকাবিলা নিয়েও বলা হয়েছে রিপোর্ট কার্ডে। উল্লেখ করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের ভূমিকা ও ভারতের মোদী পদক্ষেপও রিপোর্ট কার্ডে উল্লেখ করেছে কংগ্রেস। সেই সঙ্গেই কংগ্রেস বিজেপির আট বছরের করা কাজের হিসাব দেখিয়ে সাম্প্রতিক ঘটনাবলি নবমী মিছিলে হামলা, জ্ঞানবাপী সজিদ মামলা এবং লাউডস্পিকার নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং কথিত মেরুকরণ সংক্রান্ত উদ্বেগগুলিকেও তুলে ধরেছে।