উপনির্বাচনের ঠিক দু’দিন আগে প্রকাশ্যে খুন কংগ্রেস নেতা, উত্তাপ্ত বাড়ছে এলাকায়

0
27
Extra Marital Affair

খাস ডেস্ক: জেলার উপনির্বাচনের আগে দুষ্কৃতীদের হতে খুন হলেন কংগ্রেস নেতা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপনির্বাচনের আগে খুনের ঘটনা রাজনৈতিক মহলে উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শনিবার ঝাড়খণ্ডের রামগড়ে। মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা এসে কংগ্রেস নেতার উপর হামলা চালায়। দুষ্কৃতীদের গুলিতেই মৃত্যু হয়েছে এলাকার ৩৫ বছর বয়সী কংগ্রেস নেতার। , পুলিশ জানিয়েছে রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সৌন্দা এলাকায় ভূরকুন্ডা-পাত্রাতু সড়কের একটি পুরানো পেট্রোল পাম্পের কাছে রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে। একজন সিনিয়র অফিসার জানিয়েছেন মৃতের নাম রাজ কিশোর বাউরি ওরফে বিটকা বাউরি। মৃত নেতা বারকাগাঁওয়ের কংগ্রেসের বিধায়ক আম্বা প্রসাদের ব্লক প্রতিনিধি ছিলেন৷

- Advertisement -

আরও পড়ুন: তৃণমূলের নয়া উদ্যোগ ‘দুয়ারে উকিল’, আইনি পরামর্শ পাবেন আমজনতা 

আহত অবস্থায় কংগ্রেস নেতাকে সিসিএল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আমরা হত্যার তদন্ত শুরু করেছি এবং অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযানও শুরু করা হয়েছে,” জানিয়েছেন ভুরকুন্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার বলেছেন। পুলিশ কর্তা জানিয়েছেন, একটি বাইকে থাকা তিনজন ব্যাক্তি পেট্রোল পাম্পের কাছে এসে সেখানে বসে থাকা কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। রামগড় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে ২ মার্চ। উল্লেখ্য ১৬ ফেব্রুরিয়ারি রামগড়ে উপনির্বাচনের আগেও খুন হন AJSU পার্টির নেতা।