‘ভারত জোড় যাত্রা’-তে যোগ দেওয়ার জন্য উদ্ধব ঠাকরেকে আমন্ত্রন জানাল কংগ্রেস

0
31

মুম্বই: আজ সোমবার কংগ্রেসের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য ভোটদান পক্রিয়া। আজই কংগ্রেসের পক্ষ থেকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরেকে ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নেওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়েছে। মহারাষ্ট্র কংগ্রেসের ইনচার্জ এইচ কে পাটিল, সিনিয়র নেতা অশোক চ্যাভান এবং বালাসাহেব থোরাত আজ উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছেন। মহারাষ্ট্রে ক্ষমতা হারানো এবং ২০২৪-এর নির্বাচনের আগে বিজেপির অন্যতম এক বিরোধী দলের নেতাকে কংগ্রেসের আমন্ত্রন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কংগ্রেস উদ্ধব ঠাকরেকে আগামী ৬ নভেম্বর মহারাষ্ট্রে প্রবেশের সময় মিছিলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এবং এটি প্রায় ৩,৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত হওয়ার পর জম্মু ও কাশ্মীরে শেষ হবে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে আগামী মাসে মহারাষ্ট্রে প্রবশের সময় কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানাবেন বলেই আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বর্তমানে কোন দলটি “আসল শিবসেনা” তা নিয়ে আইনি লড়াইয়ে যুক্ত হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- আশ্রমের মধ্যে ৫৫ বছরের মহিলাকে ধর্ষণের অভিযোগ ৪ জনের বিরুদ্ধে

প্রসঙ্গত, জুন মাসে, একনাথ শিন্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শুধু তাই নয় বিজেপিকে সমর্থন করে উদ্ধব ঠাকরের সরকার ফেলার ফেলে দেওয়ার পিছনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। একনাথের কারণে কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেসর সঙ্গে জোট থাকা সত্বেও শিবসেনা প্রধান মুখ্যমন্ত্রীর পদ হারান। পতন হয় জোট সরকারের। তারপরেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন একনাথ শিন্ডে। তিনি বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করেন। মহারাষ্ট্রের এই রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের এই যাত্রায় উদ্ধব যোগী যোগ দেন তবে সেটি অন্য মাত্রা নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।