চিনের বিনিয়োগেই ‘আত্মনির্ভর’ ডিজিটাল ইন্ডিয়ার ভবিষ্যৎ

0
752

নয়াদিল্লি: করোনা সংকটের মধ্যেই ভারতকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তলার কথা বলছে কেন্দ্র। কিন্তু যদি বিগত বছরে ভারতের উৎপাদন চিনের ওপর নির্ভরশীল হয়ে থাকে তবে ‘ডিজিটাল ইন্ডিয়া’-র ভবিষ্যতেও তার প্রভাব বর্তমান। ডিজিটাল ইন্ডিয়াতে বিগত পাঁচ বছরে চিনের পুঞ্জি প্রভাব ফেলে রেখেছে।

‘আত্মনির্ভর’ ভারত তৈরিতে চিনের বিরোধিতায় মোদী সরকার তৎপর হয়েছে। তবে তার আড়ালেই ‘ডিজিটাল ইন্ডিয়া’ কে ‘মেড ইন চায়না’ বানানোর পরিকল্পনা চলছিল পর্দার আড়ালে। এমনই দাবি রেখেছে নানা মহল।

- Advertisement -

কর্পোরেট মন্ত্রক, ভারত এবং হংকং এর স্টক এক্সচেঞ্জে দেওয়া বিবরণ, কর্পোরেট ঘোষণা এবং বিদেশি বিনিয়োগের তথ্যের ওপর নির্ভর করে সূত্রের খবর অনুসারে ভারত এখন চিনের ভার্চুয়াল বেল্ট এবং রোড প্রোজেক্টের অংশ হয়ে গিয়েছে। স্টার্ট আপ, মোবাইল অ্যাপ্লিকেশন, ব্রাউজার, বিগ ডেটা, ফিনটেক, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া, অনলাইন মনোরঞ্জন ইত্যাদি নতুন অর্থব্যবস্থায় অংশিদারি আছে ভারতের। করোনার পরবর্তী ভারতের ভবিষ্যতের যোজনাগুলিতে চিনের অনুপ্রবেশ বর্তমান।

চিনের প্রযুক্তির বিনিয়োগকারীরা ২০২০ সালের মার্চের মধ্যে পাঁচ বছরে ভারতীয় স্টার্ট আপ সংস্থাগুলিতে প্রায় ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ভারতের ৩০ টি ইউনিকর্ন (এক বিলিয়ন ডলারেরও বেশি ভ্যালুয়েশন) স্টার্ট আপের মধ্যে ১৮ টিতে চিন বিনিয়োগ করেছে ।  দুই ডজন চিন প্রযুক্তি সংস্থা ভারতের ৯২ টি বড় স্টার্ট আপে পুঁজি বিনিয়োগ করেছে।

পেটিএম, বিগ বাস্কেট, ডেলিহান্ট, র‍্যাপিডো, জোম্যাটো, স্ন্যাপডিল ইত্যাদিতে বিনিয়োগ আছে। পাশাপাশি আলিবাবা, ই-কমার্স, ফিনটেক-সহ বিনোদনের ক্ষেত্রতেও চিনের বিনিয়োগ বর্তমান। সব কিছু মিলিয়ে দেখলে বিগত কিছু বছরে চিনের বিনিয়োগ প্রায় সমস্ত ভারতীয় স্টার্ট আপ কোম্পানিতে বর্তমান। সম্প্রতি ইন্ডিয়া টুডের এই তথ্য অনুসারে ভারতের আত্মনির্ভর ডিজিটাল ভবিষ্যৎ এখন চিন নির্ভর।