সীমান্তে ভারতের বিরুদ্ধে চিনের আগ্রাসন নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ আমেরিকার

0
446

ওয়াশিংটন: এবার ইন্দো-চিন সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন বৈদেশিক বিষয়ক কমিটির প্রধান ইলিয়ট অ্যাঙ্গেলস। সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে তিনি চিন্তিত বলেই জানিয়েছেন। পাশাপাশি তিনি চিনকে আহ্বান জানিয়ে নিয়মনীতিকে সম্মান করে কূটনীতি এবং উপস্থিত ব্যবস্থাপনার মাধ্যমে এই বিষয়টির সমাধান করতে বলেছেন।

ইলিয়ট জানিয়েছেন, ভারত-চিন সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চিনের আগ্রাসন নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইনের মাধ্যমে এর কোনও সমাধান খোঁজার পরিবর্তে চিন আবারও প্রমাণ করছে যে প্রতিবেশী দেশকে ইচ্ছা করেই সমস্যায় ফেলতে চায়। এমনই মনে করেছেন ইলিয়ট।

- Advertisement -

তাঁর কথায়, সমস্ত দেশেরই উচিত যথাযথ এবং একই নিয়ম মেনে চলা যাতে সঠিকভাবে একই বিশ্বে সকলে বাস করতে পারি। পাশাপাশি এই বিষটিকে কূটনীতি এবং সমস্ত আইনি পন্থার অবলম্বনে সমাধান করার জন্যও চিনের কাছে আর্জি রেখেছেন তিনি।

ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, চিনা সেনা ভারতের অঞ্চলে অনুপ্রবেশ করার পরেই লাদাখের ডি-ফ্যাক্টো সীমান্তের এই সংঘাত শুরু হয়। জানা গিয়েছে, মে মাসের শুরুর দিক থেকেই এই বিবাদ শুরু হয়। সম্প্রতি দুই পক্ষই সেনাবাহিনীকে আরও মজবুত করে ফেলেছে এবং সরঞ্জাম নিয়েও প্রস্তুত হয়ে রয়েছে।