অবশেষে নতিস্বীকার: ভারতের হাতে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন

0
410

খাস খবর ডেস্ক: অবশেষে নতিস্বীকার করল চীন। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গত বছরের গালওয়ান ভ্যালি সংঘর্ষে পাঁচ চিনা সেনা অফিসার ও সেনা নিহত হয়েছেন, শুক্রবার চিনের পিপলস লিবারেশন আর্মি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে এ কথা। এর আগে মৃত সৈনিকদের নাম প্রকাশ না করায় নিজের দেশের মানুষদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শি জিনপিং প্রশাসনকে। তাই চাপের মুখেই এই পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে খবর, কারাকোরাম পর্বতমালায় মোতায়েন মোট ৪ সামরিক বাহিনীর আধিকারিকের মৃত্যুর খবর স্বীকার করেছে চীনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’।

ভারত-চীন সীমান্তে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গালওয়ান উপত্যকায়। সেই সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা নিহত গিয়েছিল। গতবছর জুন মাসে লাদাখের গালওয়ানে চীনের সঙ্গে ভারতের সেনাদের রুদ্ধশ্বাস সংঘাতে চীনেরও বেশ কয়েকজন সেনা নিহত হন বলে ভারতের তরফে এমন দাবি বরাবরই করা হয়েছে। যদিও তা নিয়ে কার্যত মুখই খুলতে চায়নি চীন। তবে এবার কিছুটা বাধ্য হয়েই মাথা নত করল চীন।

- Advertisement -

আরও পড়ুন-একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

লাদাখে লালফৌজ আগ্রাসন চালালেও চীনা সংবাদমাধ্যমে ভারতকেই দোষারোপ করা হয়েছে। চীনের দাবি, আগে হামলা চালিয়েছিল ভারতীয় ফৌজ। তাই জবাবে পালটা আক্রমণ করা হয়। তাছাড়া, ওই সংঘর্ষে মৃতের সংখ্যাও অনেক কমিয়ে দেখিয়েছে চীন। বাস্তবে জানা গিয়েছে গালওয়ানে অন্তত ৪৫ জন চীনা সৈনিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-অমিত শাহের সঙ্গে দেখা করে আপ্লুত হিরণ

‘গ্লোবাল টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গালওয়ানে নিহতদের মধ্যে রয়েছেন জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডের কুই ফাবাও। ‘দেশের সীমানা রক্ষায়’ সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য তাঁকে ‘হিরো রেজিমেন্টাল কমান্ডার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিহত চেন জিয়াংগ্রনগ, জিয়াউ সিইউয়ান ও ওয়াং ঝউরানকেও ‘ফার্স্ট ক্লাস মেরিট’ অ্যাওয়ার্ড দিয়েছে লালফৌজ। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রাণ হারানো ওই সৈনিকদের শহিদের স্বীকৃতি দিয়েছে কমিউনিস্ট দেশটি।