ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রভাব কমাতে পাকিস্তান-নেপালে অর্থ বিনিয়োগ করছে চিন: Top IPS officers

0
44

নয়াদিল্লি: সীমান্তবর্তী দেশের ভূখণ্ড জোর করে দখল নেওয়ার অভিযোগ বরাবরই রয়েছে চিনের জন্য। শুধু তাই নয় ভারতের ক্ষতির জন্য চিন, পাকিস্তানকে অর্থ দিয়ে সাহায্য করে চিন। সেই অভিযোগই ফের একবার উঠল শি জিংপিং-এর বিরুদ্ধে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নয়া দিল্লির প্রভাব কমাতে চিন মরিয়া প্রয়স চালাচ্ছে। এমনটাই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশের শীর্ষ আইপিএস অফিসাররা।

গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিয়ে ডাকা জরুরি বৈঠকে দেশের শীর্ষ IPS অফিসাররা বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিজেদের দখলে রাখার লক্ষ্যে চিন, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সহ ভারতের প্রতিবেশী দেশগুলিতে তার কার্যক্রম প্রসারিত করছে। IPS অফিসাররা এই নিয়ে একটি অভিযোগ পত্রও জমা দিয়েছেন। যেখানে আরও বলা হয়েছে যে, চিন ” ”গ্লোবাল সুপার পাওয়ার” না হওয়ার একমাত্র উদ্দেশ্য নিয়ে উন্নয়নমূলক কাজের জন্য ঋণের নামে ভারতের প্রতিবেশীকে আর্থিক সহায়তা দিচ্ছে। সম্প্রতি নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত DGP এবং IGP সম্মেলনে IPS কর্মকর্তারা , “প্রতিবেশীদেশে চীনা প্রভাব এবং ভারতের উপর প্রভাব” উপর গবেষণাপত্র উপস্থাপন করেছন। তিন দিনের বার্ষিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং দেশের প্রায় ৩৫০ জন শীর্ষ পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও পড়ুন: বেলা ১১টা বেজে যাচ্ছে তবু আসছেন না চিকিৎসকরা, সরকারি হাসপাতালে হয়রানির শিকার রোগীরা

গবেষণাপত্রে বলা হয়েছে, চিন পরিঠামোগত উন্নয়ন ও অন্যান্য আর্থিক সহায়তার নামে ভারতের প্রতিবেশী দেশগুলো প্রধানত পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। দেশের কিছু শীর্ষস্থানীয় আইপিএস অফিসারের লেখা কাগজপত্রে আরও দাবি করা হয়েছে যে ভারতের প্রতিবেশী অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাবের একমাত্র উদ্দেশ্য হল নয়াদিল্লিকে “চ্যালেঞ্জ মোকাবেলায় সীমাবদ্ধ রাখা”। শীর্ষ কর্মকর্তা বলেছেন, “এই সব করা হচ্ছে চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে সীমাবদ্ধ এবং দখলে রাখার লক্ষ্যে, দ্বিপাক্ষিক সমস্যাগুলির তার নিজস্ব শর্তে জোরপূর্বক সমাধান করা।”