COVID-19 New Variant : ভারতে ‘ওমিক্রনে’র প্রভাব এড়াতে ডিসেম্বর পর্যন্ত চলবে ‘ঘরে ঘরে গিয়ে’ টিকা অভিযান

0
48

নয়াদিল্লি: বিশ্বজুড়ে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন (Omikron)। প্রতিটি দেশই করোনা নিয়ে তাই নয়া নির্দেশিকা জারি করেছে। বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিশেষ করে জোর দিতে বলা হয়েছে টিকাকরণের উপর। মঙ্গলবার সরকারি সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রের ‘ঘরে ঘরে তিকা” অভিযান আগামী মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত চলবে।

কেন্দ্ররে পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে ডিসেম্বরের মধ্যে দেশে ১০০ শতাংশ মানুষকে প্রথম ডোজ দেওয়ার দিকে লক্ষ্য রেখেই এই কর্মসূচী চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার ঘাতটি পূরণ করা।

- Advertisement -

 এই কথা জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ ২২ নভেম্বর সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অতিরিক্ত মুখ্য সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে একটি চিঠি দেওয়ার পর। যাতে তিনি লিখেছিলেন এই প্রচারাভিযানের অধীনে দেশে করোনার টিকাদান অভিযান যেন চালিয়ে যাওয়া হয়।

বলা ভালো ‘ঘরে ঘরে গিয়ে’ প্রচারাভিযানের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের টিকাদানের ক্ষেত্রে কেন্দ্র দেশের সর্বোচ্চ একক ডোজ এবং দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করার লক্ষ্য নিচ্ছে। যা ২ নভেম্বর ধন্বন্তরী দিবস উপলক্ষে চালু করা হয়েছিল। সূত্রগুলি জানিয়েছে, “নতুন COVID-19 Omicron ভেরিয়েন্টটি RT-PCR এবং RAT পরীক্ষাগুলি এড়িয়ে যায় না। রাজ্যগুলিকে পজেটিভ কেসগুলির প্রাথমিক সনাক্তকরণ এবং প্রাথমিক ব্যবস্থাপনার জন্য টেস্টিং বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা বৈঠকে সম্প্রতি ওমিক্রনকে “Variant of Concern” এর আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু দক্ষিণ আফ্রিকা আর তার আশেপাশের দেশগুলিতেই নয়। ইজরায়েলেও মিলছে ওমিক্রনের খোঁজ। গ্রিক বর্ণমালার ১৫ তম বর্ণের নামে নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। এই ভ্যারিয়েন্টের নামই বিশ্ব সংস্থা দিয়েছে ‘ওমিক্রন’। যা নিয়ে ইতিমধ্যেই চিন্তা বেড়েছে ভারতেরও। হু-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন(Soumya Swaminathan) ওমিক্রন প্রসঙ্গে বলেছেন, ‘ডেল্টার থেকেও বেশি সংক্রামক হতে পারে ওমিক্রন’। তাই সব দেশকেই এই বিষয় নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।