ভয় কাটিয়ে দেশে ২.২৭ লক্ষ গর্ভবতী মহিলা নিয়েছেন টিকার প্রথম ডোজ: কেন্দ্র

0
33

নয়াদিল্লি: গর্ভবতী মহিলাদের করোনার টিকা দেওয়া নিয়ে নানান ভ্রান্ত ধারনা তইরি হয়েছিল। তবে সেই ভয় কেটেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার জানিয়েছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাদান অভিযানের অধীনে ২.২৭ লক্ষেরও বেশি গর্ভবতী মহিলারা তাদের প্রথম ডোজ গ্রহন করেছেন। যা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমিয়ে দিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, সংক্রমণের ঝুঁকি এবং টিকার সুবিধা সম্পর্কে স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল অফিসারদের দ্বারা গর্ভবতী মহিলাদের নিয়মিত পরামর্শের ফলে টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে। সেই সঙ্গে করোনার টিকা নেওয়া নিয়ে হবু মায়েদের যে ভুল ধারনা ছিল তা অনেকটাই দূর হয়েছে। এই ধারাবাহিক প্রচারাভিযানে গর্ভবতী মহিলাদের কোভিড ভ্যাকসিনেশন সম্পর্কে বহু তথ্য দিয়েছে বলেই জানিয়েছে কেন্দ্র।গর্ভবতী মহিলাদের টিকা দানে সব থেকে এগিয়ে রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও পর্যন্ত ৭৮ হাজার ৮৩৮ জন হবু মা’কে টিকা দেওয়া হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- এই উপায়ে অনেকদিন পর্যন্ত সবজি-ফল থাকবে তরতাজা

শুধু তামিলনাড়ু নয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অন্ধ্রপ্রদেশে ৩৪ হাজার ২২৮ জন, ওড়িশায় ২৯ হাজার ৮২১ জন, মধ্যপ্রদেশে ২১ হাজার ৮৪২ জন, কেরলে ১৮ হাজার ৪২৩ জন এবং কর্ণাটকে ১৬ হাজার ৬৭৩ জন গর্ভবতী মহিলাকে টিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২ জুলাই ভয়, আশঙ্কা, ভুল তথ্য এবং কিছু সামাজিক নিষেধাজ্ঞা এবং সমস্যা দূর করার প্রচারাভিযানের অংশ হিসাবে, গর্ভবতী মহিলাদে টিকা কর্মসূচী পরিচালনায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি নির্দেশিকা দিয়েছিল কেন্দ্র।

আরও পড়ুন- করণের সঙ্গে ব্রেকআপ-কী করে নিজেকে সামলেছিলেন অনুষা, জানালেন দিদি শিবানী

কেন্দ্রের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, গর্ভবতী মহিলাদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য রাজ্যগুলি বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। মিলেছে সাফল্যও। কেটেছে ভয় সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলেই দাবি করেছে কেন্দ্র।