মৃত্যু নিশ্চিত করতে মালকিনের গলায় ফাঁস দিয়েছিল পরিচারক

0
72

সল্টলেক: প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন৷ তারপরও মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছিল ৬২ বছরের বৃদ্ধাকে। ১০ দিনের মধ্যে বাঙুরে বৃদ্ধা খুনের ঘটনার কিনারা করে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে৷ ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে অভিযুক্ত দীনেশ প্রসাদকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: ‘দ্যাখ দ্যাখ টেমস নদীতে বোট ভাসছে’, বেহাল নিকাশির জেরে জোর টিপ্পনি

- Advertisement -

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বাঙুর বি ব্লক থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে লেক টাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পুলিশ জানতে পারে, প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করা হয়৷ তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় ৬২ বছরের মহিলাকে। পুলিশ সূত্রে খবর হত্যার পর লুঠপাট চালায় অভিযুক্ত। ঘর থেকে খোয়া যায় বেশকিছু সোনার গহনা ও মহিলার মোবাইল ফোন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর গোয়েন্দা শাখা এবং লেক টাউন থানার পুলিশ।

আরও পড়ুন: ছাত্রীকে কুপ্রস্তাব, বিজেপির শিক্ষাকর্মীকে মারধরে অভিযুক্ত শাসক

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সনাক্ত করা হয় এক যুবককে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে মৃত বৃদ্ধা ৪দিন আগে তার ফ্ল্যাটে কাজ করানোর জন্যে নিয়ে আসেন এক ভিন রাজ্যের যুবককে। ঘটনার পর থেকেই যুবকের ফোনটি বন্ধ ছিল এবং সে পলাতক ছিল বলে মৃত বৃদ্ধার ছেলে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং লেকটাউন থানার পুলিশ।

সূত্র মারফত খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় উত্তরপ্রদেশের মির্জাপুর এলাকায় হানা দেয় লেকটাউন থানার পুলিশ। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে অভিযুক্ত দীনেশ প্রসাদকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। তার কাছ থেকে মহিলার মোবাইল ফোন এবং বেশকিছু সোনা গয়না উদ্ধার করেছে পুলিশ। কি কারণে হত্যা তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।