রাওয়াতের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা দেশ, শোকপ্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়া-পাক-চিন-জাপান সহ একাধিক দেশের

ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসও জেনারেল রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাকে একজন জ্ঞানী মানুষ এবং সাহসী সৈনিক হিসেবে উল্লেখ করেছেন।

0
50

নয়াদিল্লি: দেশ সহ সমগ্র ভারতীয় সেনা বুধবার হারিয়েছে তাঁর অমুল্য এক রত্নকে। কিছু ভাবার আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশেরও ভাষা হারিয়েছে। রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভুটান, জাপান, ইজরায়েল চিন এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ।

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বুধবার জানানো হয়, তামিলনাড়ুর কুন্নুরের কাছে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেল রাওয়াত, তার স্ত্রী মধুলিকা এবং হেলিকপ্টারে থাকা আরও ১১ জনের। সেই ঘটনায় মার্কিন দূতাবাস রাওয়াতের পরিবার এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

- Advertisement -

মার্কিন মিশন এক বিবৃতিতে বলেছে, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে, জেনারেল রাওয়াত ভারতীয় সেনাবাহিনীতে রূপান্তরের একটি ঐতিহাসিক সময়ের নেতৃত্ব দিয়েছেন। বলা ভালো যে রাওয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শক্তিশালী বন্ধু এবং অংশীদার ছিলেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার একটি বড় সম্প্রসারণের তত্ত্বাবধান করেছিলেন বলেই জানিয়েছে বাইডেনের দেশ।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, “সেপ্টেম্বর মাসে, তিনি জেনারেল মার্ক মিলির সঙ্গে সামরিক উন্নয়ন এবং সমমনা দেশগুলির সাথে আমাদের সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করার জন্য প্রতিপক্ষ সফরের অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ দিন ভ্রমণ করেছিলেন৷ তার উত্তরাধিকার অব্যাহত থাকবে। আমাদের চিন্তাভাবনা ভারতীয় জনগণ এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে রয়েছে এবং আমরা গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারতে চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং শোকপ্রকাশ করে জানিয়েছেন, “হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং অন্যান্য নিহতদের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমার সহানুভূতি জেনারেল বিপিন রাওয়াতের পরিবারের সকল সদস্যের প্রতি থাকবে।”

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, “হেলিকপ্টার বিধ্বস্তের কথা জানতে পেরে হৃদয় ভারাক্রান্ত। ভুটানের মানুষ এবং আমি ভারত এবং শোকাহত পরিবারের জন্য প্রার্থনা করি। আপনারা এই ট্র্যাজেডিটি দেখার শক্তি পান।” নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বলেছেন, জেনারেল রাওয়াত, তার স্ত্রী এবং বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি শোকাহত পরিবার এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসও জেনারেল রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাকে একজন জ্ঞানী মানুষ এবং সাহসী সৈনিক হিসেবে উল্লেখ করেছেন। টুইটে লিখেছেন, “দুঃখজনক খবর। জেনারেল রাওয়াত একজন জ্ঞানী ব্যক্তি, একজন সাহসী সৈনিক, একজন অগ্রগামী এবং মাত্র কয়েক সপ্তাহ আগে আমার কাছে একজন উদার হোস্ট ছিলেন। আমরা তার মৃত্যুতে এবং তার স্ত্রীর মৃত্যুতে শোকাহত এবং এই ভয়ানক দুর্ঘটনায় সবাই নিহত হয়েছে।” পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও রাওয়াতের “মর্মান্তিক মৃত্যু” নিয়ে শোক প্রকাশ করেছেন। সত্যিই রাওয়াতের মৃত্যুতে ভাষা হারিয়েছে সকলেই।