আন্তর্জাতিক সীমান্তে হেরোইন বহনকারী পাকিস্তান ড্রোনকে গুলি করে ধ্বংস করল BSF

0
29

চণ্ডীগড়: গত বছর থেকে ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানি ড্রোন। ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা বরাবর বহু বার ড্রোনের উপস্থিতি সামনে এসেছে। এবার বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) জওয়ানরা পাঞ্জাবের অমৃতসরে পাকিস্তান থেকে আসা একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। এই ড্রোনটি মাদক বহন করছিল বলেই জানিয়েছে পুলিশ।

সোমবার সেনাবাহিনী জানিয়েছেন পাঞ্জাব সীমান্তে ধরা পড়া পাকিস্তানি ড্রোনটি হেরোইন বহন করছিল। BSF বলেছে যে তারা ড্রোন থেকে নয় প্যাকেট হেরোইন উদ্ধার করেছে। একইসঙ্গে সীমান্তের ওপার থেকে চোরাচালানের একটি বড় কৌশল ব্যর্থ করেছে। বিএসএফ (পাঞ্জাব ফ্রন্টিয়ার) একটি টুইটে লিখেছে, “ফ্রন্টিয়ার বিএসএফ সেনারা পাক ড্রোনের মাধ্যমে আরেকটি চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে। সতর্ক বিএসএফ জওয়ানরা পাকিস্তান থেকে আসা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে তা নামিয়ে দেয়। একটি ব্যাগে থাকা ৯ প্যাকেট সন্দেহভাজন হেরোইন (১০.৬৭০ কেজি) সহ ড্রোনও উদ্ধার করা হয়েছে।”

- Advertisement -

 আরও পড়ুন- Cyclone Update: কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কতটা ক্ষয়ক্ষতি হবে বাংলায়, জানাল আবহাওয়া দফতর 

গত বছর থেকেই পাকিস্তান মাদক ও অস্ত্র ভারতে চালানের জন্য ড্রোন ব্যবহাররে নতুন কৌশল অবলম্বন করছে। ভারতে থাকা সন্ত্রাসবাদী ও মাদক চোরাকারবারিদের সাহায্য করার জন্য ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বেআইনি জিনিসগুলি ফেলে দিয়ে যাচ্ছে। পাঞ্জাব ও জম্মু-কাশ্মীর সীমান্তে একাধিকবার এই ধরনের অস্ত্র ও বিস্ফোরক সহ ড্রোন গুলি করে মাটিতে নামিয়েছে সেনা। এমনকি গত শনিবারেও জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর একটি পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল। ড্রোনের দেখা মিলতেই সেনারা আট রাউন্ড গুলি চালায়। তবে সেই ড্রোনটি পাকিস্তানে পালিএ যেতে সক্ষম হয়েছিল। এই নিয়ে পাকিস্তানকে দেওয়া হয়েছে কড়া বার্তা। তবে তা সত্বেও ভারতে সন্ত্রাসবাদে ও মাদক চোরাচালান বন্ধ করতে নারাজ পাকিস্তান।