স্কুলে দেওয়া হবে পুষ্টিকর প্রাতঃরাশ, নয়া শিক্ষা নীতিতে সুপারিশ কেন্দ্রের

0
93

নয়াদিল্লি: শুধু মিড ডে মিল নয়, সঙ্গে প্রাতঃরাশও দেওয়া হবে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে! নতুন জাতীয় শিক্ষানীতিতে এমনই উল্লেখ আছে।

৩৪ বছর পর ভারতীয় শিক্ষা নীতিতে বড় পরিবর্তন এনেছে মোদী সরকার। এই সপ্তাহের গোড়ার দিকে নতুন জাতীয় শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর সেখানেই এই প্রাতঃরাশের কথা উল্লেখ আছে। মধ্যাহ্নভোজের সঙ্গে প্রাতঃরাশ অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে।

- Advertisement -

শিক্ষানীতিতে বলা হয়েছে, “বাচ্চারা অপুষ্টিতে ভুগলে বা অসুস্থ থাকাকালীন সর্বোত্তমভাবে শিখতে পারে না। স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের (মানসিক স্বাস্থ্য সহ) বিষয়টি দেখা হবে। এছাড়াও প্রশিক্ষিত সমাজকর্মী, কাউন্সিলরদে মাধ্যমে তারা মানসিকভাবেও শক্তি করে তোলার বিষয়টি রয়েছে।” সেই কারণেই স্কুলে স্কুলে প্রাতঃরাশের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

এই নয়া শিক্ষানীতিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। দেশের শিক্ষার হার বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে। শিক্ষার সমস্ত পর্যায় পাল্টে ফেলা হয়েছে। নতুনভাবে সাজানো হয়েছে শিক্ষা ব্যবস্থাকে। পাশাপাশি, সারা দেশের উচ্চ শিক্ষাকে এক ছাতার তলায় নিয়ে আসার কথাও আছে।