স্মার্টফোন ভাল করে চালাতে জানেন না বিজেপি বিধায়ক

0
73

খাস প্রতিবেদন: প্রতি নিয়ত তথ্যপ্রযুক্তিতে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ তারই দলের এক নির্বাচিত বিধায়ক স্মার্টফোন ভাল করে ব্যবহার করতে জানেন না। কারও অভিযোগ নয়, একান্ত সাক্ষাৎকারে অকপটে সেকথা স্বীকার করেছেন ত্রিপুরার বিজেপি বিধায়ক যাদব।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক যাদবলাল দেবনাথ বলেন, “বিধানসভার মধ্যে সকলের মোবাইল ফোন সাইলেন্ট বা ফ্লাইট মুডে থাকে। গত কয়েকদিন আগে ত্রিপুরা বিধানসভার অধিবেশন চলাকালীন আমার মোবাইলে সাউন্ড বেজে উঠেছিল। তখন আমি মোবাইল ফোনটা হাতে নিয়ে সাইলেন্ট করতে গিয়ে কিছু রিলসের ছবি আসতে শুরু করে। কি রিলস এসেছে তা আমি দেখিনি।”

- Advertisement -

একই সঙ্গে তাঁর অভিযোগ, ” মোবাইল ফোনে যখন রিলস আসে তখন আমি সেটা খেয়াল না করলেও কে বা কারা আমার বদনাম করার জন্য সামাজিক মাধ্যমে কিছু অশ্লীল ছবি ছড়িয়েছেন।” নিন্দুকেরা অবশ্য বলছেন, বিতর্ক এড়াতে স্মার্টফোন ভাল করে ব্যবহার করতে না জানার অজুহাত খাড়া করছেন গেরুয়া বিধায়ক।

আরও পড়ুনঃ পঞ্চায়েতে কারা টিকিট পাবেন, জানিয়ে দিলেন তৃণমূলের বাঁকুড়ার ‘ডন’