
কলকাতাঃ মেয়ো রোডে মিনিবাস দুর্ঘটনায় (Meyo Road Accident) হাসপাতালে আহতদের দেখতে গেলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (MD.Selim)। রাজ্য সরকারের ট্রাফিক ব্যবস্থা নিয়ে তুললেন প্রশ্ন। “ট্রাম তুলে দেওয়া ছাড়া সরকারের পরিবহন দফতরের আর কোন কাজ নেই।“ খোঁচা সেলিমের।
আরও পড়ুনঃTiljala Police: মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পদক্ষেপ, বদলি হলেন তিলজলা থানার ‘বড় বাবু’
মেয়ো রোডে মিনিবাস দুর্ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ১ জন। ২ জনের অবস্থা অত্যন্ত সঙ্গীন। রীতিমত পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। এদিন সন্ধ্যায় এসএসকেএমে আহতদের দেখতে গিয়েছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সেখানে রাজ্য সরকারের ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তিনি। বলেন, “এত বিজ্ঞাপন করে কী হল। সেভ ড্রাইভ সেফ লাইফের কী হল? কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানো উচিৎ। সরকারি-বেসরকারি পরিবহনের না ভাড়ার ঠিক আছে, না রক্ষণাবেক্ষণের ঠিক আছে, না আছে চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ।একমাত্র ট্রাম তুলে দেওয়া ছাড়া পরিবহন দফতরের আর কোন কাজ নেই”।
আরও পড়ুনঃDuare Sarkar: রাজ্যে শুরু ষষ্ঠ দফা দুয়ারে সরকার কর্মসূচি, প্রথমদিনে কেমন ছিল ভিড়ের ছবিটা
আরও পড়ুনঃবাইকের সঙ্গে রেষারেষি, বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা মেয়ো রোডে
জানা গিয়েছে একটি বাইকে ওভারটেক করতে গিয়েই মেয়ো রোডে উল্টে যায় মিনিবাস (Meyo Road Accident)। আহত ওই বাইকের চালকও। ভিতর থাকা যাত্রীরা আটকে পড়েন বাসের নীচে। তাঁদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জানলা ভেঙে দিয়ে এক এক করে যাত্রীদের বের করে আনা হয়।একের পর এক এক অ্যাম্বুল্যান্স পৌঁছয় ঘটনাস্থলে। রাস্তায় এবং বাসের মধ্যে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। যাত্রীদের একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী, জুতো-চটিও পড়ে থাকতে দেখা গিয়েছে দুর্ঘটনাস্থলে।