অসমে ক্ষমতা ধরে রাখছে বিজেপি, সমীক্ষায় ইঙ্গিত

অসমে ক্ষমতায় ফিরছে বিজেপি৷ অন্তত ৭৫-৮৫টি আসনে ফুটবে পদ্ম৷

0
35

গুয়াহাটি: শেষ হল একুশের নির্বাচন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট মিটতেই সামনে আসতে শুরু করেছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা৷ সেই সমীক্ষা অনুযায়ী উত্তর-পূর্বের রাজ্য অসমে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি৷ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কংগ্রেসের লাগাতার প্রচার সত্ত্বেও বিজেপির উপর আস্থা রেখেছেন ভোটাররা৷ রাজনৈতিক মহলের মতে, বুথফেরত সমীক্ষার সঙ্গে ২ মে ভোটের ফলাফল মিলে গেলে স্বস্তি বয়ে আনবে গেরুয়া শিবিরে৷ বিজেপি নেতারা জোর গলায় দাবি বলতে পারবেন, সংশোধিত নাগরিত্ব আইনের পক্ষেই ভোট দিয়েছেন অসমবাসী৷

যদিও সমীক্ষার সঙ্গে সবসময় ভোটের ফলাফল হুবহু মিলে যায় এমনটাও নয়৷ বরং অতীতে একাধিকবার এমনও হয়েছে, বুথফেরত সমীক্ষায় যে আভাস মিলেছিল তা চূড়ান্ত ফলাফলের দিন একেবারে পাল্টে গিয়েছে৷ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বুথফেরত সমীক্ষা থেকে একটা আন্দাজ পাওয়া যায়৷ এডিটিভি-র বুথফেরত সমীক্ষা বলছে, অসমে ক্ষমতায় ফিরছে বিজেপি৷ অন্তত ৭৫-৮৫টি আসনে ফুটবে পদ্ম৷ অপরদিকে কংগ্রেস পাবে ৪৫-৫০টি আসন৷

- Advertisement -

কিন্তু কংগ্রেস এবার অসমে আটটি দলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছে৷ তার মধ্যে রয়েছে বদরুদ্দিন আদমলের এআইইউডিএফ, বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট, সিপিআই, সিপিআই-এম, আঞ্চলিক গণ মোর্চা, আরজেডি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (লিবারেশন)৷ এই আটটি দলের সম্মিলিত আসন সংখ্যা বিজেপির চেয়ে বেশি হলে সেক্ষেত্রে চাপে পড়তে পারে মোদী-শাহ জুটি৷

কিন্তু বিজেপি ক্ষমতায় ফেরা নিয়ে আত্মবিশ্বাসী৷ বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছে অসম গণপরিষদ এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল৷ রাজ্যের ১২৬টি আসনের মধ্যে বিজেপি লড়েছে ৯২টি আসনে৷ ২০১৬ সালে বিজেপি একাই জয়ী হয়েছিল ৮৬টি আসনে৷ বুথফেরত সমীক্ষা অনুযায়ী এবারও তাদের আসন সংখ্যা খুব বেশি কমবে না৷ এছাড়া অসম গণপরিষদ প্রার্থী দিয়েছে ২৬টি আসনে৷ বাকি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে পিপলস পার্টি লিবারেল৷ অপরদিকে আসন ভাগাভাগির পর কংগ্রেস ৯৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ বদরুদ্দিন আজমলের দল পেয়েছে ১৪টি আসন৷