করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে নয়া উদ্যোগ ত্রিপুরায়

0
30

বিক্রম কর্মকার, ত্রিপুরা: করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে নয়া উদ্যোগ গ্রহণ করা হল ত্রিপুরায়। বৃহস্পতিবার আগরতলা রামঠাকুর কলেজে এবিভিপি-এর পক্ষ থেকে করোনা মহামারী জন সচেতনতামূলক এক কর্মসূচি পালন করা হয়।

ত্রিপুরায় বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৪ জন। করোনার দ্বিতীয় ঢেউ-এ এখন পর্যন্ত সর্বোচ্চ। পরিস্থিতি নিঃসন্দেহে গতবছরের থেকেও ভয়ানক পরিণতির দিকে এগিয়ে চলেছে।

- Advertisement -

আরও পড়ুন-হু হু করে বাড়ছে দাম, রইল গ্যাস বাঁচানোর টিপস

কারণ, এ বছর অতিমারির প্রভাব অনেক আগেই ত্রিপুরায় আছড়ে পড়েছে। গতবছর এমন সময়ে করোনার প্রভাব তেমনভাবে ত্রিপুরায় দেখা দেয়নি। তবে,গত ২৪ ঘন্টায় ১৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। তাতে, সামান্য স্বস্তি মিলেছে। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৪ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে,গত ২৪ ঘন্টায় আরটিপিসিআর ৫১৪ এবং রেপিড এন্টিজেন-র মাধ্যমে ৪০৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে,আরটিপিসিআর ৯ জন এবং রেপিড এন্টিজেন-এ ১১৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ১২৪ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। করোনার দ্বিতীয় ঢেউ-এ ২০ থেকে ৪০ বছর বয়সীরা সবচেয়ে বেশি করোনা আক্রান্ত,বাদ যায়নি ১০ বছর পর্যন্ত বয়সের শিশুরাও।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৪৮৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৩৫০৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.০১ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৬.২৬ শতাংশ। এদিকে মৃতের হার ১.১৩ শতাংশ।

জাতীয় স্বাস্থ্য মিশন- এর ত্রিপুরার মিশন অধিকর্তা ড: সিদ্ধার্থ শিব জেইসয়াল-এর দেওয়া তথ্য অনুসারে ষাটোর্ধ নাগরিকরা তুলনা মূলকভাবে করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত আছেন। তাঁর কথায়, টিকাকরণ- র প্রভাবে প্রবীণ নাগরিকরা করোনা আক্রান্ত হওয়ার হাত থেকে তুলনামূলক রেহাই পেয়েছেন। কিন্তু অল্প বয়সীদের টিকাকরণ হয়নি, তাই তারা বেশি মাত্রায় করোনা আক্রান্ত হচ্ছেন। এমনকি, বিভিন্ন কারণে ওই বয়সের নাগরিকরা বাড়ির বাইরে যাচ্ছেন, অনেকের সাথে মেলামেশা করছেন। তাই তারা দ্বিতীয় বেশি মাত্রায় করোনা আক্রান্ত হচ্ছেন বলেন তিনি।

আরও পড়ুন-দূরত্ব বাড়ছে ক্রুশল ও স্বস্তিকার মধ্যে

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা ডাবল মিউট্যান্ট-এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ১২ এপ্রিল, রাজ্য থেকে ১৯টি স্যাম্পল পরীক্ষার জন্য বাইরে পাঠানো হয়েছিল, এর মধ্যে যা রিপোর্ট এসেছে তাতে ১১টি ডাবল মিউট্যান্ট, ৫টি ইউ কে ভ্যারিয়েন্ট, এবং ১টি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই তবে ভয় নিশ্চয় আছে। সবাই সাবধানে থাকার জন্য এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের।