বিজেপি নেতার গাড়ি রাস্তায় ৩০ মিনিট আটকে রাখল অ্যাম্বুলেন্সকে, মর্মান্তিক মৃত্যু রোগীর

0
36

খাস ডেস্ক:  রাস্তার মধ্যে এমনভাবে গাড়ি রেখেছিলেন বিজেপি নেতা যে কোনও যানবাহনই সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছিল না। সেই সময়েই সেখানে আটকে যায় একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। প্রায় ৩০ মিনিট বিজেপি নেতা নেতার গাড়ির জন্য অ্যাম্বুলেন্সটি আটকে থাকায় ভিতরে থাকা রোগীর মৃত্যুর হয়। গাড়ি নিয়ে একটি রাস্তা অবরোধ করার অভিযোগ এনে বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয়েছেন মৃত রোগীর পরিবার ও অন্যান্যরা।

মৃত ব্যক্তিকে , সুরেশ চন্দ্র নামে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে সুরেশ  শনিবার বুকে ব্যথা নিয়ে একটি জেলা হাসপাতালে যান যেখান থেকে পরে তাকে অবিলম্বে লখনউ হাসপাতালে রেফার করা হয়েছিল।  পরিবারের সকলে জেলা হাসপাতাল থেকে লখনউ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিজেপি নেতা উমেশ মিশ্র তার ওয়াগনার গাড়িটি রাস্তায় পার্ক করে চলে  যান বলে অ্যাম্বুলেন্সটি  থামতে বাধ্য হয়েছিল।  চিকিৎসকরা বলেছিলেন যে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। অ্যাম্বুলেন্সটি ৩০  মিনিটের বেশি নড়াচড়া করতে পারেনি এবং সুরেশ চন্দ্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গাড়ির ভিতরে মারা যান।  রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে বিজেপি নেতা দিরে এসে ক্ষমা চাওয়ার বদলে তাদের ভয়ানক পরিণতির হুমকি দিয়েছেন। পরিবারের সদস্যদের গালিগালাজ শুরু করেন বলেও অভিযোগ করা হয়েছে।

- Advertisement -

উপস্থিত জনতার দ্বারা রেকর্ড করা একটি ভিডিওতে দেখা  গিয়েছে উমেশ মিশ্র, যিনি নিজেকে বিজেপি নেতা এবং ব্লক প্রধান রামকিঙ্কর পান্ডের ভাই বলে দাবি করেছেন এবং যিনি  মারা  গিয়েছেন তার শ্যালককে গালিগালাজ করছেন । শুধু তাই নয় রোগীর পরিবারকে পুলিশি মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।  বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে  জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার তার নির্দেশে কাজ করেছে। উমেশ মিশ্র মৃত ব্যক্তির আত্মীয়দের উপর ক্ষেপে যাওয়ার সময় কয়েকজন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন, কিন্তু কেউ হস্তক্ষেপ করেননি। পরে সে  বিজেপি নেতা গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।