“মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে BJP”, বিস্ফোরক মন্তব্য উপমুখ্যমন্ত্রীর

0
31
BJP

নয়াদিল্লি: গুজরাটে বিধানসভা নির্বাচন বং দিল্লিতে পুরভোট নিয়ে সরগরম রাজ্যরাজনীতি। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণিশ সিসোদিয়া। টুইটারে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি লেখেন, “গুজরাট এবং দিল্লি পুরভোটে হেরে যাওয়ার ভয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যা করার ছখ কষছে বিজেপি (BJP)।” এই ষড়যন্ত্রে দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও যুক্ত রয়েছেন বলে দাবী করেন তিনি। পাশাপাশি, শুক্রবার বিজেপি সাংসদের গ্রেফতারির দাবী জানিয়েছে আপ।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত বাংলা, গুলি করে খুন তৃণমূল নেতার 

- Advertisement -

মণিশ সিসোদিয়া লেখেন, “ওদের সাংস মনোজ তিওয়ারি প্রকাশ্যে অরবিন্দ কেজরিওলের উপর আক্রমণের প্ররোচনা দিচ্ছে। তবে এই নোংরা রাজনীতিকে ভয় পায় না আপ। তাঁদের এই গুণ্ডামির জবাব সাধারণ মানুষ দেবে”। বলা বাহুল্য, উত্তরপূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে টুইট করার পরেই উপমুখ্যমন্ত্রী পাল্টা টুইট করেন। এর আগে মনোজ তিওয়ারি লিখেছিলেন, “অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তা হচ্ছে। কেননা, সাধারণ মানুষ এবং আপের কর্মীরা টিকিট বিক্রি এবং দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ হয়ে রয়েছেন। সেইসঙ্গে জেলের মধ্যে আপ নেতার সঙ্গে একজন ধর্ষকের বন্ধুত্বের ঘটনা তো রয়েছেই। ওনাদের বিধায়কদের মারধোর করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অঙ্গে এমনটা হওয়া উচিৎ না”।

আরও পড়ুন- Weather update: উত্তুরে হাওয়ার প্রভাবে ক্রমশ নিম্নমুখী তাপমাত্রা, জানুন আবহাওয়ার পূর্বাভাস…

মূলত, তিওয়ারির এই টুইটটিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাসানি হিসেবেই দেখছে শাসকদল আম আদমি পার্টি। ডিসেম্বরের গুজরাটের বিধানসভা এবং দিল্লি পুরভোটের আগে আপ-বিজেপি (BJP) তর্জা তুঙ্গে। এই পরিস্থিতিতে মনোজ তিওয়ারির টুইটকে কেন্দ্র করে ফের চড়ল শাসক-বিরোধীর মধ্যে উত্তেজনার পারদ। দিল্লি এবং গুজরাট দুই জায়গাতেই তুমুল প্রচার চালাচ্ছে আপ এবং বিজেপি। গুজরাটের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে ক্ষমতায় আসতে মরিয়া আপ। অন্যদিকে, দিল্লিতে আবর্জনার পাহাড় ঝাড়ুই সাফ করতে পারবে বলে দাবী করেছেন আপ সুপ্রিমো। তবে ভোটমুখী মোদীর নিজ রাজ্যে ক্ষমতা ছাড়তে নারাজ গেরুয়া শিবির। আগামী ১ এবং ৫ তারিখ গুজরাটে দুই দফায় বিধানসভা নির্বাচন। অন্যদিকে, আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পুরভোট অনুষ্ঠিত হবে।