ইস্তফা দিলেন সোনওয়াল, অসমের মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে গেলেন হিমন্ত বিশ্বশর্মা

এই দিনই পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাকে৷

0
599

গুয়াহাটি: নির্বাচনে জিতেও অসমে সরকার গঠন নিয়ে টালমাটাল চলছে৷ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়েই চলছে আলোচনা৷ এর মাঝে ইস্তফা দিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonowal)৷ রবিবার সকালে রাজ্যপাল জগদীশ মুখীর সঙ্গে দেখা করেন তিনি৷ তাঁর হাতেই তুলে দেন ইস্তফাপত্র৷ অপরদিকে এই দিনই পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাকে (Himant Biswa Sharma)৷ যিনি এবার অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন৷

২০১৬ সালের অসমে সরকার গঠন করে বিজেপি৷ সর্বানন্দ সোনওয়ালকে মুখ্যমন্ত্রী করা হলেও মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন হিমন্ত বিশ্বশর্মা৷ তাঁর হাতেই ছিল অর্থ ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতর৷ দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় ফেরার পর এবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন এই দুঁদে রাজনীতিবিদ৷

- Advertisement -

পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপির অন্দরে শুক্রবার থেকে একের পর এক বৈঠক হচ্ছিল৷ সেই সময় সর্বানন্দ সোনওয়াল ও হিমন্ত বিশ্বশর্মাকে আলোচনার জন্য দিল্লিতে ডেকে পাঠান অমিত শাহ ও জেপি নাড্ডা৷ একাধিক সূত্রের দাবি, অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মাই৷ তাঁকেই আজ দলের তরফে পরিষদীয় নেতা হিসাবে বাছা হয়৷ যদিও মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি৷

অসম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৬০টি আসনে৷ জোট শরিক অসম গণ পরিষদ ৯টি ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল ৬টি আসনে জয়লাভ করে৷ সোনওয়াল এবার কংগ্রেসের রাজীব লোচনকে ৪৩ হাজারের বেশি ভোটে হারিয়ে দ্বিতীয়বার জেতেন৷ হিমন্ত বিশ্বশর্মা তাঁর নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী রমেন চন্দ্র বোরঠাকুররে ১ লক্ষের বেশি হারিয়ে জয়লাভ করেন৷ হিমন্ত বিশ্বশর্মা এক সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন৷ তরুণ গগৈ সরকারে গুরুত্বপূর্ণ দফতর সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর৷

সেই তিনিই এখন উত্তর-পূর্বের বিজেপির মুখ৷ অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পদ্ম ফোটানোর ক্ষেত্রে অবদান রয়েছে এই নেতার৷ রাজ্যের কোভিড পরিস্থিতিও দক্ষতার সঙ্গে সামলানোর পর শাহ-নাড্ডার নজরে পড়ে গিয়েছেন৷ এখন শুধু সরকার গড়ার পালা৷