জনগণের হুঁশ ফেরাতে পথে মানবিক পুলিশ

0
932

বাঁকুড়া: করোনা সংক্রমণে রাশ টানতে বদ্ধপরিকর প্রশাসন। আর ঠিক সেকারণেই ‘আংশিক লক ডাউন’ চলছে রাজ্য জুড়ে। তারপরেও এক শ্রেণির অসচেতন নাগরিকের হুঁশ ফেরেনি। মাস্ক ছাড়াই বাইরে বেরোচ্ছেন তাঁরা। এই অবস্থায় জনতাকে ‘শবক’ শেখাতে ফের পথে নামল বাঁকুড়া জেলা পুলিশ।

আরও পড়ুন: ক্রেতা থেকে বিক্রেতা মাস্ক ছাড়াই দেদার চলছে কেনাবেচা

- Advertisement -

রবিবাসরীয় সকালে শহরের চক বাজার, লালবাজার সহ অন্যান্য ব্যস্ততম বাজারগুলি পরিদর্শণে যান জেলা পুলিশের শীর্ষ কর্তারা। মাস্কবিহীন ক্রেতা-বিক্রেতাদের মাস্ক বিতরণের পাশাপাশি শারীরিক দূরত্ববিধি মেনে চলা সহ অন্যান্য বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন তাঁরা। একই সঙ্গে পুলিশ কর্তারা জানান, আমরা বার বার ভালভাবে বলছি৷ তারপরেও মানুষের টনক নড়ছে না৷ আর ক’দিন দেখার পর ফের শুরু হবে জড়িমানা, গ্রেফতারির পর্ব৷

এক পুলিশ কর্তার কথায়, ‘‘এটা একটা বিরাট সমস্যা৷ মানুষকে ভালভাবে কিছু বললে তাঁরা শুনতে চান না৷ বরং আমাদের ভাল ব্যবহারটাকে তাঁরা আমাদের অসহায়তা ভাবেন৷ দেখবেন যেই আমরা জড়িমানা, ধরপাকড় শুরু করব, তখন মানুষ পুলিশকে গালও দেবে আবার কথাও শুনবে৷’’ প্রসঙ্গত, জেলার সর্বত্রই উঠে আসছে বেনিয়মের ছবি৷ অথচ করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করেছেন । সকাল ৭ টা থেকে ১০ টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবজিসহ বিভিন্ন দোকান খোলা রাখার কথা কিন্তু দুপুর বারোটার পরও বহু এলাকায় দেখা যাচ্ছে দোকান খোলা। অনেকের মুখেই নেই মাস্ক । জিজ্ঞেস করতে একাধিক অজুহাত।