ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ৩ জুন আছড়ে পড়বে মহারাষ্ট্র এবং গুজরাতে

0
588

মুম্বইঃ কয়েকদিন আগেই তীব্র বেগে পূর্ব ভারতের দুই রাজ্য ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আছড়ে পরেছিল আমফান। যার জেরে ক্ষতিগ্রস্থ পশ্চিমবঙ্গের বেশীরভাগ অংশ। এবার আবারও ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হল গুজরাত এবং মহারাষ্ট্রে।

আইএমডি জানিয়েছে, আরবসাগরের উপর একটি নিম্নচাপ নিম্নচাপ তৈরি হয়েছে। আর তার জেরেই আগামী ৪৮ ঘণ্টায় প্রবল শক্তি সঞ্চয় করে ৩ জুন সকালে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে।

- Advertisement -

মুম্বইয়ের মৌসম ভবন অনেক আগেই জানিয়েছিল যে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য আরবসাগর এবং লাক্ষাদ্বীপ এলাকায় একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আইএমডি জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিচ্ছিন্ন অঞ্চলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলে। ৩১ মে এবং ১ জুন এই দুই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। পাশাপাশি, ২ এবং ৩ জুন গোয়া এবং কোঙ্কন উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

সতর্কতা স্বরূপ ইতিমধ্যে মৎস্যজীবীদের আরবসাগরে যেতে বারণ করা হয়েছে। আগামী কয়েকদিন মহারাষ্ট্র এবং গুজরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেও জানিয়েছে মৌসম ভবন। আরবসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় রূপে ভূখণ্ডে আছড়ে পড়বে।