স্ত্রী’য়ের নগ্ন ছবি পোস্ট করে ইউটিউবে ব্যবসা, গ্রেফতার স্বামী

0
941

ভোপাল: ডিজিটাল যুগের কোপ। স্ত্রী-ইয়ের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যবসা চালাচ্ছিলেন এক ব্যাক্তি। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

গুন্টুর আরবান পুলিশ বন্টা ভামসিকান্ত রেড্ডি। ৩০ বছরের ওই ব্যাক্তি প্রকাশম জেলার গিড্ডালুরু অঞ্চলের। ‘ডার্লিং’ নামে অনলাইনে স্ত্রী-এর নগ্ন ছবি ও ভিডিও বিক্রি করছিলেন। ইউটিউবে ৩০০ টাকার বিনিময়ে বিক্রি করতেন ওই ব্যাক্তি।

- Advertisement -

এসপি এম্মি রেড্ডি জানান, “আমরা অই ব্যাক্তিকে গ্রেফতার করেছি এবং আরও মানুষের খোঁজ চলছে, কারা বন্ধুদের তালিকায় রয়েছে তাও দেখা হচ্ছে”।

ঘটনাচক্রে রেড্ডি একটি বিমান কোম্পানীর কার্গো ডিপার্তমেণ্টে হায়দরাবাদে কর্মরত ছিলেন। তবে ছয় বছর আগে স্ত্রী-য়ের সঙ্গে গুন্টুরে চলে আসেন। কুরিয়র সার্ভিসের ব্যবসা শুরু করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যাক্তির পূর্ব পরিচয় সেভাবে কিছু জানা যায়নি তবে তাঁর কিছু মানসিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে।

তবে কুরিয়র সার্ভিসের ব্যবসা শুরুর পর থেকে ব্যবসা ভালো চলছিল না। যুবকদের মধ্যে মাত্র ৩০০ টাকার জন্যই আগ্রহীদের এইগুলি পাঠাচ্ছিলেন। গুন্টুরের শিবশংকর নামের এক ব্যাক্তি তাঁর থেকে এইগুলি নিয়েছিলেন।

রেড্ডি অন্য বন্ধুদের সঙ্গে স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত হওয়ার জন্য জানায়। ভারতের তথ্যপ্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ব্যাক্তির মা-বাবার বিরুদ্ধে ৪৯৮এ ধারায় মামলা হয়েছে। পণ আনার জন্য অকথ্য অত্যাচার চালাতেন তাঁরা। দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।