মালদহের অবস্থা হবে বাংলাদেশের মতো, বিজেপিই পারবে বাঁচাতে: সায়ন্তন

0
434

নিজস্ব সংবাদদাতা, মালদহ: পশ্চিমবঙ্গের অবস্থা হবে বাংলাদেশের মতো৷ সেই অবস্থা থেকে একমাত্র বিজেপিই পারবে বাঁচাতে৷ বুধবার মালদহে এসে এমনই জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷

এদিন তিনি পুরাতন মালদহের চৌরঙ্গী মোড় এবং মঙ্গলবাড়িতে চায়ে পে চর্চায় যোগ দেন৷ সেখানে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বলেন, ‘‘মালদহের মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই৷ এখানকার মানুষদেরই মনে প্রশ্ন জাগে, আদৌ জায়গাগুলো ভারতবর্ষে আছে তো? সেখানে ভারতবর্ষের সংবিধান, আইন মানা হয়? পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে৷ মালদহকে বাঁচাতে গেলে বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে৷ না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গের৷’’

- Advertisement -

আগামী ৭ ডিসেম্বর উত্তরকন্যায় বিজেপির কর্মসূচি রয়েছে৷ সেখানে দলীয় কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানান সায়ন্তন বসু৷ তিনি বলেন, ‘‘এখানে একটাও ফুড প্রসেসিং মিল হয়েছে? হয়নি৷ এই সব কথা বলার জন্য আমি উত্তরকন্যায় যাব৷ যদিও ওখানে এখন কাকপক্ষীও বসে না৷ মুখ্যমন্ত্রী উত্তরকন্যাকে মিনি সচিবালয় করবেন বলে জানিয়েছিলেন৷ কিন্তু কিছুই করেননি৷ বিজেপি সরকার গড়লে উত্তরকন্যাকে যথাযোগ্য গুরুত্ব দেবে৷’’