ভারতের মাটিতে নিয়মিত পুজো করা হয় ডোনাল্ড ট্রাম্পকে

0
203

হায়দরাবাদ: প্রেসিডেন্ট হওয়ার সময়ে অনেক বিতর্ক হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ঝড় উঠেছিল সমালোচনার। গোটা নির্বাচন প্রক্রিয়া জুড়ে ছিল বিতর্ক। তবুও শেষ হাসি হেসেছিলেন ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্পকেই ভারতে দেবতা জ্ঞানে পুজো কর হয়। প্রতিষ্ঠা করা হয়েছে ট্রাম্প মন্দির।

সোমবার দুই দিনের ভারত সফরে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাত, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে থাকবেন তিনি। এরই মাঝে বিভিন্ন জায়গা দর্শন করবেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগ্রার তাজমহল। সেখান থেকে ফিরবেন দিল্লিতে। দেশের প্রশাসনিক কর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার দেশে ফিরে যাবেন ট্রাম্প।

- Advertisement -

এই অবস্থায় শিরোনামে উঠে এসেছেন তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা বুসসা কৃষ্ণা। যার বাড়িতে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মন্দির। যেটির পরিচিত নাম ট্রাম্প টেম্পল। হায়দরাবাদের অদূরেই থাকেন এই বুসসা কৃষ্ণা। গত বছরে নিজের বাড়িতেই প্রতিষ্ঠা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয় ফুটের মূর্তি। সেই মূর্তি সংলগ্ন এলাকা জুড়ে তৈরি করা হয়েছে মন্দির। যা ট্রাম্প টেম্পল নামে পরিচিত পেয়েছে এলাকায়।

গত প্রায় এক বছর ধরে ওই মন্দিরে চলছে ট্রাম্পের আরাধনা। প্রার্থনা এবং পুজার্চনাও চলে নিয়মিত। বিশেষ তিথিতে ট্রাম্পের ওই মূর্তির মাথায় ঢালা হয় দুধ। পেশায় কৃষক বুসসা কৃষ্ণা নিত্যদিন সেই মূর্তিতে নমস্কার করেই বাড়ি থেকে সব কাজে যোগ দিতে যান।

সেই ঈশ্বর সমতুল ডোনাল্ড ট্রাম্প এসেছেন ভারতে। নিজেদের দেশে ঈশ্বরের আগমনে বেজায় খুশি বুসসা কৃষ্ণা। তিনি বলেছেন, “আমাদের দেশে আমার ঈশ্বর ডোনাল্ড ট্রাম্প এসেছেন এতে আমি বেজায় খুশি। আমি নিয়মিত ট্রাম্পের উপাসনা করি। খুব শীঘ্রই আমার ঈশ্বর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার সাক্ষাৎ হবেই।” মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে তাঁর এই বিশেষ গুণগ্রাহিতার বিষয়ে কৃষ্ণা বলেছেন, “আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।”

এদিন ভারতে এসেই ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদ দমনের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘পাকিস্তানকে সন্ত্রাস দমনের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ এদেশের উপমহাদেশ এলাকায় সন্ত্রাস দমনে ভারত ও আমেরিকা যৌথভাবে কাজ করবে৷’’ একই মঞ্চ থেকে তিনি ইসলাবাদকে তোপ দাগেন৷ বলেন, ‘‘প্রত্যেক দেশের অধিকার রয়েছে নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখার৷ ভারত ও আমেরিকা একসঙ্গে সন্ত্রাস দমনে কাজ করবে৷ পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও আমেরিকা কাজ করছে, যাতে তারা সন্ত্রাসের সঙ্গে কোনও আপস না করে কড়া হাতে দমন করে৷’’

ভারতীয় উপমহাদেশ প্রসঙ্গে তিনি জানান, এই উপমহাদেশীয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভারতের বড় ভূমিকা রয়েছে৷ ভারত ও আমেরিকা যৌথ উদ্যোগে কাজ করবে৷