Omicron scare: ওমিক্রনের কালো ছায়া ঘনাচ্ছে শহরে, সতর্কতা হিসাবে ১৪৪ ধারা জারি করল পুলিশ

ভারতে এই সংখ্যা নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। দেশে নতুন স্ট্রেন প্রথম শনাক্ত হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর মহারাষ্ট্রে ১৭ জন আক্রান্ত হয়েছে এবং এই রাজ্য শীর্ষে রয়েছে।

0
333

মুম্বই: ওমিক্রন আতঙ্কেই কাঁপছে গোটা বিশ্ব সহ ভারতও। দেশ জুড়ে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্টের কালো ছায়া। বেশি আতঙ্ক ছড়াচ্ছে দেশের বানিজ্য নগরী মুম্বইতে। নতুন করে তিনজন ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে মুম্বইয়ে। তাই সতর্কবার্তা হিসাবে মুম্বই পুলিশ রাজ্যে সমস্ত রকম জমায়েত নিষিদ্ধ করে দু দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

মহারাষ্ট্রের ওমিক্রনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির কারণে ১১ ও ১২ ডিসেম্বর মুম্বাইতে CrPC এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপকূলীয় শহরে জনগণ বা যানবাহনের সমাবেশ, মোর্চা, মিছিল ইত্যাদি এখন নিষিদ্ধ। নয়ম ভাংলে পড়তে হবে কড়া শাস্তির মুখে। লঙ্ঘনকারীদের ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি বিধানের অধীনে শাস্তি দেওয়া হবে। শুক্রবার রাজ্যটি সাড়ে তিন বছরের একটি মেয়ে সহ ওমিক্রনের সাতটি নতুন আক্রান্ত ব্যক্তি সামনে আসার পর নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

ভারতে এই সংখ্যা নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। দেশে নতুন স্ট্রেন প্রথম শনাক্ত হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর মহারাষ্ট্রে ১৭ জন আক্রান্ত হয়েছে এবং এই রাজ্য শীর্ষে রয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, “আগামী ৪৮ ঘণ্টা এই নিষেধাজ্ঞা জারি থাকবে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সম্প্রতি অমরাবতী, মালেগাঁও ও নান্দেদে যে হিংসা ছড়িয়েছিল, তার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতিও কঠোর করার চিন্তা করা হয়েছে।”

ভারতে ক্রমেই বেড়ে চলেছে ওমিক্রন আতঙ্ক। তাই নয়া পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার সকালেই দুটি ঘোষণার মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় Indian council of Medical Research ওরফে ICMR য়ের নয়া র‍্যাপিড টেস্ট নিয়ে। এই টেস্ট করার মূল্যে প্রায় ৪০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে কোভিড রিপোর্ট হাতে পেতে অন্ততঃ একদিন লাগত। এবার মাত্র ৩০ মিনিটেই জানা যাবে ফলাফল। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ICMR জানাচ্ছে, আর ২ সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে এই টেস্ট। ভারতের সবকটি বিমানবন্দর এবং অন্যান্য স্থানে চালু হবে এই সস্তার র‍্যাপিড টেস্ট।