Rahul Gandhi : আন্দোলনে জয়ী কৃষকদের অভিনন্দন জানিয়ে কি বললেন রাগা 

0
134

নয়াদিল্লি : কৃষকরা শনিবার দিল্লির সীমানায় তাদের প্রতিবাদের স্থানগুলি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুক্রবার বলেছেন যে তারা সাহসের সঙ্গে অন্যায়কে পরাজিত করবেন। শুক্রবার বেশ কয়েকজন কৃষক তাদের জিনিসপত্র গুটিয়ে তাদের ট্রাক্টরে বাড়ি যাওয়ার পরে সিঙ্ঘু সীমান্তের বিক্ষোভ সাইটের বড় অংশ খালি পড়েছিল, যখন অন্যরা গত বছর ধরে শ্রমসাধ্যভাবে তৈরি করা অস্থায়ী বাসস্থানগুলি ভেঙে ফেলার জন্য দীর্ঘ ঘন্টা কাজ করেছিল।

আরও পড়ুন : Judges Ratio : ভারতে প্রতি এক লক্ষ মানুষের জন্য রয়েছেন মাত্র দুই জন বিচারক, বলছে লোকসভা 

- Advertisement -

“আজ রাত এই “সত্যগ্রহের” শেষ রাত, সাহসের সঙ্গে অন্যায়ের অন্ধকারকে পরাস্ত করবে, ন্যায়ের পথে এগিয়ে যাবে,” রাহুল গান্ধী হিন্দিতে #FarmersProtest হ্যাশট্যাগ ব্যবহার করে একটি টুইট বার্তায় বলেছেন।কংগ্রেস বলেছে যে তারা ন্যায়বিচারের সন্ধানে কৃষকদের সর্বাত্মক সহায়তা দেবে। দলটি সংসদের ভেতরে ও বাইরে তাদের ইস্যুগুলো তুলে ধরেছে।

আরও পড়ুন : Farmer Protest : কৃষক বিক্ষোভের স্থান থেকে ব্যারিকেড সরানর প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ 

প্রসঙ্গত গত ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বিতর্কিত কৃষি প্রত্যহার করার ঘোষণা করেন এবং জনগণের কাছে ক্ষমা চান। এর ফলে দীর্ঘ কৃষক আন্দোলনের অবসান হল সরকার সব দাবি মেনে নেওয়ায়। এর ফলে পরাজয় ঘটেছে প্রবল পরাক্রমশালী বিজেপির কেন্দ্রীয় সরকারের বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কৃষক আন্দোলন শেষ হলেও এর প্রভাব পড়বে আগামী পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মত রাজনৈতিক মহলের।