তীব্র ঠান্ডায় পদযাত্রা চলাকালীন খালি গায়ে নাচছেন কংগ্রেস কর্মীরা, বসে কবাডি খেলা দেখলেন রাহুল গান্ধী

0
42

চণ্ডীগড়: উত্তরপ্রদেশ থেকে পুনরায় হরিয়ানায় প্রবেশ করেছে রাহুল গান্ধীর নেতৃত্বর শুরু হওয়া ভারত জওড় যাত্রা। কংগ্রেসের দীর্ঘ পদযাত্রাতে একাধিক ঘটনা ঘটেছে। জেগুলি নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে চর্চা কম হয়নি। দিল্লির প্রবল ঠাণ্ডায় বিনা সয়েটারে রাহুল গান্ধীর হাঁটা নিয়ে কটাক্ষের পর আরও এক নজরকাড়া ঘটনা ঘটেছে। প্রবল ঠাণ্ডার মধ্যে খালি গায়ে বাসের মাথার উপর উঠে নাচতে দেখা গেল কংগ্রেস কর্মীদের।

রবিবার সকালে ভারত জোড়ো যাত্রার সময় ঘন কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার মধ্যে হরিয়ানার কারনালে কংগ্রেস কর্মীদের গায়ে জামা ছাড়াই নাচতে দেখা গিয়েছে। সকল তরুণ কর্মীরা ব্যানার হাতে একটি বাসের মাথায় দাঁড়িয়েছিলেন। যখন যাত্রা এগিয়ে চলেছে তখন উচ্ছ্বসিত কর্মীদের শার্ট না পরে গান গাইতে এবং পায়ে তাল দিতে দেখা গিয়েছে। কারনালে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি বলেই জানানো হয়েছে। এই হাড় হিম করা ঠাণ্ডায় কংগ্রেস কর্মীদের এহেন উচ্ছ্বাস দেখে দেশের মানুষ সত্যিই হতবাক হয়ে গিয়েছে। অন্যদিকে এই পদযাত্রা চলাকালীন রাহুল গান্ধীকে দেখা গিয়েছে মনোযোগ দিয়ে কবাডি খেলা দেখতে। রাহুল গান্ধী তাঁর সমর্থকদের সঙ্গে ম্যাচটি দেখে খুব উত্তেজিত এবং মগ্ন বলেই মনে হয়েছে। কংগ্রেস নেতা শনিবার সহকর্মী নেতা দীপেন্দ্র হুডার সঙ্গে ভারত জোড়ো যাত্রার সময় হরিয়ানার ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছিলেন।

- Advertisement -

শনিবার, হরিয়ানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা সহ আন্তর্জাতিক ক্রীড়াবিদ এবং দলের নেতারা যোগ দিয়েছিলেন। দীপেন্দ্র হুডা বলেছেন, “সবাই রাহুল গান্ধীকে বলেছিল যে বর্তমান সরকারের ক্রীড়া নীতির অধীনে, খেলোয়াড়দের ক্রীড়া কোটায় চাকরি পেতে নিষেধ করা হয়েছে। আগে প্রতিটি বিভাগেই (ক্রীড়া কোটায়) নিয়োগ হতো। এখন কোটায় মাত্র ৩.৩ শতাংশ চাকরি দেওয়া হচ্ছে। ‘পদক জিতুন এবং চাকরি পান’ নীতিটি বাতিল করা হয়েছে।” কংগ্রেস নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই ধরনের নীতি চলতে থাকলে দেশ বড় ক্ষতির সম্মুখীন হবে। রাহুলের সঙ্গে দেখা হওয়া কাবাডি খেলোয়াড় দীপক নিবাস হুডা বলেন, “আমি রাজস্থানেও রাহুল জির সাথে দেখা করেছি। এর আগে কেউ অ্যাথলেটদের সাথে এভাবে কথা বলেনি। তিনি ক্রীড়াবিদ এবং পুরস্কার বিজয়ীদের সাথে দেখা করছেন।”