
খাস ডেস্ক: এসটিএফের বিশেষ অভিযানে হাওড়ার দুই সন্দেহভাজন IS জঙ্গিকে (IS militants) গ্রেফতার করে পুলিশ। জঙ্গি-যোগ সন্দেহের পাশাপাশি রাষ্ট্রবিরোধী কার্যকলাপেরও অভিযোগে উঠেছে তাদের বিরুদ্ধে। কলকাতা পুলিশের এসটিএফ জানায়, হাওড়ার ওই ২ IS জঙ্গি (IS militants)-দের মধ্যে একজন হাওড়া থানা এলাকার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। এবং অন্যজন শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা। এরপরেই ওই দুই সন্দেহভাজন IS জঙ্গিকে IS জঙ্গিকে (IS militants) জেরা করায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। যার জেরে চিন্তায় ভাঁজ পড়েছে কলকাতা পুলিশের কপালে।
বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/
STF সূত্রে জানা জানা গিয়েছে, কলকাতায় ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গিকে IS জঙ্গিকে (IS militants) জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। দুই সন্দেহভাজন IS জঙ্গি IS জঙ্গিকে (IS militants) জেরায় জানিয়েছে, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এম টেক ড্রপ আউট মহম্মদ সাদ্দাম। টেলিগ্রাম সোশাল মিডিয়ার মাধ্যমে সাঙ্কেতিক ভাষায় চলত তাঁদের কথাবার্তা। আর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন-প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, ওই দুই IS জঙ্গিকে (IS militants) কে কলকাতা পুলিশের এসটিএফ খিদিরপুর থেকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে কলকাতা পুলিশের বিশেষ দল ধৃত ওই দুই যুবককে তাদের বাড়িতে নিয়ে এসে তল্লাশি চালায়। ভোর রাত পর্যন্ত চলে তল্লাশি। ল্যাপটপ, মোবাইল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে তারা। এদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়।
সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor
অন্যদিকে, ধৃত যুবক আফতাবুদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। এপ্রসঙ্গে পরিবারের লোকজন কোনও কথা বলতে চায়নি। প্রতিবেশীরা নাম বলতে পারছেন না। তবে সূত্রে জানা গিয়েছে, টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা ধৃত যুবকের বাবা অবসরপ্রাপ্ত রেল কর্মচারী। এই ঘটনায় রীতিমত হতবাক অভিযুক্ত যুবকের এলাকায় বাসিন্দারা। এক প্রতিবেশী রোশন আলি জানালেন, শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়। গত প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে এলাকায় ৫ তলা আবাসনের ৩ তলার ফ্ল্যাটে থাকত ধৃত। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ধৃত বছর ত্রিশের ওই যুবক। সে IS জঙ্গিকে (IS militants) সন্দেহে গ্রেফতার হতে পারে তা ভাবতেই পারছেন না এলাকার বাসিন্দারাও।