দিদি দিল্লি গিয়েছেন মোদীকে ম্যানেজ করতে, কটাক্ষ অধীরের

0
42

হাওড়া: শুক্রবার বিকেলে কলকাতা থেকে দিল্লির পথে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী মোদীর বৈঠকে যোগ দেওয়া। শনিবার দেশের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিদের সঙ্গে সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার দিল্লি যাওয়াকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির বিরোধী দলগুলি সমালোচনার ঝড় তুলছে। এদিন কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। “দিদি দিল্লি গিয়েছে মোদীকে ম্যানেজ করতে”, এমনটাই বলেন অধীর।

মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এভাবেই কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। শনিবার সন্ধ্যায় হাওড়ায় এক ইফতার পার্টির অনুষ্ঠানে এস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর বলেন, “দিদি দিল্লি গিয়েছে মোদীকে ম্যানেজ করতে। দিদি যখনই বিপদে পড়েন তখনই দিল্লি ছোটেন। এর আগে একবার সিবিআই তাড়া করেছিল তখন দিদি দিল্লি গিয়েছিলেন। আর এখন সিবিআই দু’চারটে কেস দিচ্ছে, তাই দিল্লি যাচ্ছেন। দিদি মোদীকে ম্যানেজ করবেন। এটাই গল্প। এটাই বারবার হচ্ছে।”

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: চাপ সহ্য হচ্ছে না, ধোনির কাছে অধিনায়কত্ব ছাড়লেন জাদেজা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গিয়েছেন একাধিক বৈঠক করার জন্য। মমতার এই সফর নিয়ে ফের বিজেপি-তৃণমূল সমঝোতার তত্ত্ব সামনে উঠে আসছে। কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তিনি বলেন, “যেদিন সিবিআইয়ের ঘোষণা হয়েছিল, সেদিনই আমি বলেছিলাম একান্তে বৈঠক হবে তবে সরাসরি হবে না ভায়া নাগপুর হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অকেজ করে দেওয়ার জন্য এই বৈঠক।”