‘হিন্দি’ বিতর্কে আয়ুশ মন্ত্রকের সচিবকে আক্রমণ অধীরের

0
509

নয়াদিল্লি: জাতি-ধর্ম এবং ভিন্ন ভাষাভাষির মানুষ মিলেই ভারত। আমাদের দেশে বিভিন্ন ভাষার চল। একে অপরের ভাষাকে সম্মান জানিয়েই একসঙ্গে বসবাস ভারতবাসীর। তবে এরই মধ্যে হিন্দি ভাষায় কথা না বলতে পারায় আয়ুশ মন্ত্রকের বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন আয়ুশ মন্ত্রকের সেক্রেটারি বৈদ্য রাজেশ কোটেচা।

আরও পড়ুন- স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের নিয়েই একুশের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন মহুয়া মৈত্র

- Advertisement -

যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সমগ্র দেশ জুড়ে। অনেকেই আউয়শ মন্ত্রজের সেক্রেটারির পদ থেকে কোতেচাকে অপসারণের দাবি করেছেন। যা নিয়েই রবিবার মুখ খুলেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “ভারত একটি বহু সংস্কৃতি ও বহুভাষিক দেশ। আমাদের সংবিধানের অষ্টম তফসিলটি ২২ টি সরকারী ভাষা স্বীকৃত করেছে। কিন্তু আয়ুশ মন্ত্রকের সেক্রেটারি আমাদের ভূমির বহুত্ববাদকে সম্মান করতে পছন্দ করে না।”

আয়ুশ মন্ত্রকের সেক্রেটারির হিন্দি ভাষার স্বপক্ষে করা মন্তব্য ভারতের অন্যান্য ভাষাকে অপমান করেছে বলেও দাবি করেছেন অধীরবাবু। তাঁর কথায়, “ওই বৈঠকে অংশ নেওয়া ৪০ শতাংশ ব্যক্তি ছিলেন তামিলনাড়ুর। যারা হিন্দি জানেন না। সেক্রেটারি তাঁদের অবজ্ঞা করার সাহস কোথা থেকে পেলেন?” ইতিমধ্যেই আয়ুশ মন্ত্রকের সেক্রেটারিকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তামিলনাড়ুর ডিএমকে সাংসদ কানিমোঝি। তাঁর সেই দাবিকে সমর্থন জানিয়েছেন বাংলার বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

বৈঠকের শুরুতে প্রথমে ইংরাজি ভাষাতেই বক্তব্য রাখতে শুরু করেন আয়ুশ মন্ত্রকের সেক্রেটারি বৈদ্য রাজেশ কোটেচা। তিনি বলেন, ‘আমি ভালোভাবে ইংরাজিতে কথা বলতে পারি না’। তারপরেই কোটেচা সম্পূর্ণ হিন্দি ভাষায় কথা বলতে শুরু করেন। তখনি তিনি নির্দেশ দেন, যারা হিন্দিতে কথা বলতে অক্ষম তাঁরা যেন এই সেশন থেকে বেরিয়ে যান। কারণ তিনি হিন্দি ভাষাতেই কথা বলবেন।

আরও পড়ুন- শান্তিনিকেতনের প্রবীণ আবাসিকদের অসুবিধা জানতে নয়া উদ্যোগ জেলা পুলিশের