অভিষেক-প্রশান্তের ফোনে আড়িপাতার তথ্য ফাঁস

0
54

খাস খবর ডেস্ক: ফোনে আড়িপাতা কাণ্ডে তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব। এর পাশাপাশি প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ ব্যক্তিদের ফোনেও আড়িপাতা হয়েছিল। তবে ফরেন্সিক তদন্ত না হওয়ায় এটা বোঝা যাচ্ছে না, তাঁদের ফোন হ্যাক করা হয়েছিল কিনা।

বৈধ সরকারই শুধুমাত্র পেগাসাস ক্রয় করতে পারে বলে দাবি এনএসওর। বিধানসভা ভোটপর্বে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে তালমিল রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এটা স্পষ্ট, বিজেপির বিরোধী দলগুলি খবর জোগাড় করতে ভয়ঙ্কর এই স্পাইওয়্যার ব্যবহার করেছিল অজ্ঞাতপরিচয়ের এক এজেন্সির মাধ্যমে। পিকে-র কথায়, বাংলার ভোটের সময় পরীক্ষামূলকভাবে এই ধরনের পন্থা অবলম্বন করলে বুঝতে হবে জনমতে এর কোনও প্রভাবই পড়ে না। এটা তো অস্বীকার করার জায়গাই নেই, ক্ষমতার ব্যবহার করে বেআইনিভাবে আড়িপাতা হয়েছিল।

- Advertisement -

আরও পড়ুন: অচল ইয়েনো অ্যাপ, সমস্যায় ভুগছে এসবিআই গ্রাহকেরা

ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস টার্গেট করেছে রাহুল গান্ধী ও নতুন তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে। সংবাদ সংস্থার দাবি করেছে, ৩০০টি মোবাইলে আড়িপাতা হয়েছিল। এর মধ্যে দুটি রাহুল গান্ধীর নম্বর। ২০১৮ সালের মাঝামাঝি থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁর নম্বরে আড়িপাতা হয়েছিল। বাদল অধিবেশনের আগে ফোনে আড়িপাতার অভিযোগ প্রকাশ্যে আসায় প্রশ্ন তুলেছেন অশ্বিনী বৈষ্ণো।