চাপ বাড়ছে বলেই কি এবার এসপিকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু, উঠছে প্রশ্ন

0
128

তমলুক: ভোট পরবর্তী শাসকের সন্ত্রাস এবং পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পুলিশ সুপারের অফিস ঘেরাও করল বিজেপি৷ নেতৃত্বে ছিলেন স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ সেখানেই বিরোধীদের ওপর মিথ্যে মামলা না চাপানোর জন্য জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় শুভেন্দুকে৷

আরও পড়ুন: ঘুরপথে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের টাকা অস্ত্র কারবারীদের হাতে যাচ্ছে না তো

- Advertisement -

পুলিশ সুপারের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘‘ভদ্রভাবে চলুন৷ সবার ফোন ধরুন৷ নিরপেক্ষভাবে চলুন৷ আপনার মেধা, আপনার পিতামহের অর্থে আপনি আইপিএস হয়েছেন৷ তাঁর মর্যাদাটা রাখবেন৷ আর আমার জেলার এই সমস্ত পুলিশ ভাই, বোনেদের খারাপ পথে পরিচালিত করবেন না৷ আপনার আইপিএস পদ মর্যাদা রক্ষা করুন৷ তৃণমূলের কথা শুনতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না৷’’ বলেছেন, ‘‘চাকরিটা ওরা দেয়নি, তাই চাকরিটা রক্ষা করুন৷’’

আরও পড়ুন: খাস খবর EXCLUSIVE: গ্রেফতার হতে পারেন শুভেন্দু, ইঙ্গিত দিলেন অখিল গিরি

একই সঙ্গে নিচুতলার পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘নিচুতলার পুলিশ কর্মীদের বলব, ভুল কাজ করবেন না৷ রাজীব কুমারের মতো অনেক পুলিশ অফিসারকে বিপদে পড়তে হয়েছে তৃণমূলের কথা শুনতে গিয়ে৷ প্রবীণ ত্রিপাঠী, ভোলানাথ পাণ্ডা, আলাপন বন্দ্যোপাধ্যায়দের বিপদে পড়তে হয়েছে৷ মনে রাখবেন চাকরিটা ওরা দেয়নি, তাই চাকরিটা রক্ষা করুন৷ মানুষের কাছে যাতে নিজের সম্মান বজায় রক্ষা হয়, সেটা করুন৷’’

প্রসঙ্গত, নিজের রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে শুভেন্দুর৷ ইতিমধ্যে প্রয়াত রক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি খুনের মামলা এনেছেন৷ তদন্তে নেমেছে সিআইডি৷ তারপরই রবিবার রাতে কাঁথির একটি অনুষ্ঠান থেকে সরাসরি শুভেন্দুর গ্রেফতারির ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা অখিল গিরি৷ দাবি করেছেন, ‘‘অপেক্ষা করুন৷ আর এক থেকে দেড় মাস৷ তারপর দেখবেন বিশ্বাসঘাতকেরা কাঁদছে৷ ফাইলের পর ফাইল, শুধুই দুর্নীতি৷ সব সমান আসছে৷ প্রত্যেকটার তদন্ত হবে৷’’

স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, চাপ বাড়ছে বলেই কি এবার সরাসরি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাঁকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু৷ শুভেন্দু অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘প্রতি হিংসার রাজনীতি করে তাঁকে কেউ দমাতে পারবে না৷’’